হারিয়ে যাওয়া সন্তানকে ন’বছর পর পেলেন বিহারের পরিবার

হারিয়ে যাওয়া সন্তানকে ন’বছর পর পেলেন বিহারের পরিবার

601277a11af2600803b448746ee52599

 

হাওড়া: প্রায় ন’বছর আগে বিহারের বাকা জেলার রিজাউন থানা এলাকার লিলাতরি গ্রাম থেকে হারিয়ে গিয়েছিলেন বছর আঠাশের মনোজ পাসওয়ান। দীর্ঘদিন পরে শনিবার সকালে হারানো ভাগ্নেকে ফিরে পেয়ে চোখের জলে ভাসলেন মামা। যখন বাড়ির ছেলেকে ফিরে পাওয়ার আশা তাঁরা প্রায় ছেড়েই দিয়েছিলেন সেই সময়ে হঠাৎ করেই মনোজের খবর পায় পরিবার। শনিবার হাওড়ার বেলিলিয়াস রোডের ‘নবজীবন’  থেকে ছেলেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে আসেন মনোজের বাবা ও  মামা।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৪ মে কলকাতার জে কে মিত্র রোড থেকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করেন মিশনারিজ ওফ চ্যারিটির সিস্টাররা। সেই সময়ে সে নিজের কাজ নিজে করতে পারত না। এমনকি কথাও বলতে পারছিল না। পরে মনরোগ বিশেষজ্ঞ দেখিয়ে মনোজকে একটু একটু করে সুস্থ করে তোলা হয় হাওড়ার নবজীবনে।

দীর্ঘদিন ধরে চিকিৎসা করে মনোজ কিছুটা সুস্থ হলে তার সাথে কথা বলে তার পরিচয় জানার চেষ্টা করা হয়। কখনও ভাগলপুর, কখনও অন্য কোনও জায়গার কথা বলতে থাকেন মনোজ। তার কথা শুনে সে বিহারের বাসিন্দা সেটা বুঝতে পারা যায়। এরপরেই হ্যাম রেডিওর সঙ্গে নবজীবন কর্তৃপক্ষ যোগাযোগ করে মনোজের বিষয়ে খবর নিতে অনুরোধ করেন। হ্যাম রেডিও তাঁদের যোগাযোগ কাজে লাগিয়ে খোঁজখবর নিতে শুরু করে।

অনেকদিন ধরে বিহারের বিভিন্ন জায়গায় খোঁজখবর করার পরে অবশেষে বাড়ির খোঁজ মেলে।  গত ছটপূজার দিনে বাড়ির লোকেদের সাথে কথা বলে মনোজ। শনিবার সকালে পরিবারের তরফে মনোজের বাবা ও মামা তাঁকে নিতে আসেন হাওড়ায়। দীর্ঘদিন বাদে ছেলেকে ফিরে পেয়ে যারপরনাই খুশি পরিবার। তাঁদের কথায়, ‘‘এখনও সমাজে কিছু ভাল মানুষ আছেন৷ তাই আমরা আমাদের পরিবারের সন্তানকে ফিরে পেলাম৷ ওদের ঋণ কখনও ভুলব না৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *