দলছুট হাতি কেড়ে নিল মহিলার প্রাণ, প্রতিবাদে সড়ক অবরোধে বাসিন্দারা

দলছুট হাতি কেড়ে নিল মহিলার প্রাণ, প্রতিবাদে সড়ক অবরোধে বাসিন্দারা

বাঁকুড়া : দলছুট হাতির আক্রমণে এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে  তীব্র চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার সোনামুখী থানা এলাকায়। মৃতার নাম লক্ষী সরেন (৫৬)। ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ে সোনামুখী রেঞ্জের রেঞ্জ অফিসার দয়াল চক্রবর্তী বলেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। তবে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ আমরা তার স্বামীর হাতে তুলে দেব। হাতিগুলিকে দ্রুত অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সব রকম প্রচেষ্টা চালানো হচ্ছে৷

স্থানীয় সূত্রে খবর, জঙ্গলের পাশে একটি জমিতে মা ও মেয়ে ধান কাটার কাজ করছিলেন। সেইসময় দলছুট দু’টি হাতিকে বেরিয়ে আসতে দেখে মাঠে ধান কাটার সঙ্গে যুক্ত অন্যান্যরা দৌড়ে পালিয়ে যায়। কিন্তু ওই বৃদ্ধা দৌড়াতে পারেননি৷ একটি হাতি শুঁড়ে পেঁচিয়ে মাটিতে আছাড় মারলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী বনদপ্তরের কর্মী আধিকারিকরা ও সোনামুখী থানার পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ আহত ওই বৃদ্ধা মহিলাকে উদ্ধার করে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। তবে এই ঘটনায় বনদপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে সোনামুখী জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল৷ ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে স্থানীয় কৃষকদের। তার ওপর রবিবার হাতির আক্রমণে মৃত্যুর ঘটনা রীতিমতো সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে । এই ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা বিষ্ণুপুর-সোনামুখী পথ অবরোধ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 2 =