ভোটের আগেই ৪৪ আধিকারিককে বদলির নির্দেশ নির্বাচন কমিশনের

কলকাতা: একটানা তিন বছর একই পদে থাকলে কোনও আধিকারিককে বদলি করার নির্দেশ রয়েছে নির্বাচন কমিশনের। সেই নির্দেশ মেনে মঙ্গলবার ৪৪ জন ডিএসপি বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার ব়্যাঙ্কের অফিসারকে বদলি করা হল৷ এদিন পুলিশ ডিরেক্টরেট থেকে সেই নির্দেশ প্রকাশিত হয়েছে৷ এর আগে ১২০ জন আইসি বা সিআই ব়্যাঙ্কের অফিসারকে বদলি করা হয়েছে৷ এছাড়াও যাঁদের তিন বছরের মেয়াদ

ভোটের আগেই ৪৪ আধিকারিককে বদলির নির্দেশ নির্বাচন কমিশনের

কলকাতা: একটানা তিন বছর একই পদে থাকলে কোনও আধিকারিককে বদলি করার নির্দেশ রয়েছে নির্বাচন কমিশনের। সেই নির্দেশ মেনে মঙ্গলবার ৪৪ জন ডিএসপি বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার ব়্যাঙ্কের অফিসারকে বদলি করা হল৷ এদিন পুলিশ ডিরেক্টরেট থেকে সেই নির্দেশ প্রকাশিত হয়েছে৷

এর আগে ১২০ জন আইসি বা সিআই ব়্যাঙ্কের অফিসারকে বদলি করা হয়েছে৷ এছাড়াও যাঁদের তিন বছরের মেয়াদ ফেব্রুয়ারি মাসে শেষ হবে, তাঁদেরও বদলি করা হবে৷ সেই তালিকাও তৈরি হচ্ছে৷ মে মাসের প্রথম সপ্তাহে লোকসভা ভোটের বিজ্ঞপ্তি জারি হওয়ার পর কোনও পুলিশ অফিসারকে যাতে তিন বছর থাকার কারণে বদলি করতে না পারে কমিশন, তার জন্য আগেভাগে বদলি করে দিচ্ছে রাজ্য পুলিশ৷ এর ফলে সেই অফিসার এলাকায় গিয়ে কাজ বুঝে নিতে পারবেন৷ ভোটের সময় কাজ করতেও তাঁর সুবিধা হবে৷ শুধু পুলিশ অফিসার নয়, ভোটের কাজে যুক্ত সব অফিসারকেই এক জায়গায় তিন বছর পরে বদলি হতে হবে- এটাই নির্বাচন কমিশনের বিধি৷ সেই বিধি মেনে বদলির তালিকা তৈরির কাজ চলছে নবান্নে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − eight =