জরুরি খবর! ভোটার তালিকা সংশোধনে গুরুত্বপূর্ণ ঘোষণা নির্বাচন কমিশনের

জরুরি খবর! ভোটার তালিকা সংশোধনে গুরুত্বপূর্ণ ঘোষণা নির্বাচন কমিশনের

 

কলকাতা: করোনা আবহের মধ্যেও আরও এক দফায় ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করছে রাজ্য নির্বাচন কমিশন৷ শেষ দফায় ভোটার তোলিকা সংশোধনের পর আগামী বছরে প্রকাশিত হবে পরবর্তী চূড়ান্ত তালিকা৷

রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, আগামী ১৮ নভেম্বর থেকে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হবে৷ এই কাজের দায়িত্ব থাকবে রাজ্য নির্বাচন কমিশনের হাতে৷ আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হতে চলা ভোটার তোলিকা সংশোধনের কাজ চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত৷

কমিশনের তরফে জানানো হয়েছে, ওই সময়ে প্রত্যেক শনিবার ও রবিবার রাজ্যের প্রতিটি বুথে এই কাজ চলবে৷ বুথে বুথে বসবেন বুথ স্তরের অফিসাররা৷ সপ্তাহ শেষে ওই দিনগুলিতে বিশেষ ক্যাম্প করা হবে৷ আগামী ৫ জানুয়ারি মধ্যে প্রতিটি আবেদন খতিয়ে দেখার পর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা৷ সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছর ১৫ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে৷

জানা গিয়েছে, আগামী ২০২১ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর হবে, তারা ভোটার তালিকার নতুন করে নাম নথিভুক্ত করতে পারবেন৷ ভোটার তালিকায় নাম তুলতে গেলে প্রয়োজন ৬ নম্বর ফর্ম৷ ওই ফর্ম পূরণ করতে হবে নতুন ভোটদাতাদের৷ নতুন প্রকাশিত ভোটার তালিকার ওপর ভিত্তি করেই ২০২১ সালের বিধানসভার ভোট হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 12 =