অনুব্রতর দুর্গে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

কলকাতা: বিরোধীদের তোলা অভিযোগ খতিয়ে দেখে ও ভাইরাল হওয়া ভিডির পরিপ্রেক্ষিতে বোলপুর কেন্দ্রের অন্তর্গত কেতুগ্রামের ৫২ নম্বর বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের৷ আগামী ১২ মে ওই বুথে ভোট নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন৷ বীরভূমের বোলপুর লোকসভা কেন্দ্রে দুটি বুথে ভোটে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে অভিযোগ তোলে সিপিএম প্রতিনিধি দল৷ সিপিএমের রাজ্য সম্পাদকের তরফে রবীন

অনুব্রতর দুর্গে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

কলকাতা: বিরোধীদের তোলা অভিযোগ খতিয়ে দেখে ও ভাইরাল হওয়া ভিডির পরিপ্রেক্ষিতে বোলপুর কেন্দ্রের অন্তর্গত কেতুগ্রামের ৫২ নম্বর বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের৷ আগামী ১২ মে ওই বুথে ভোট নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন৷

বীরভূমের বোলপুর লোকসভা কেন্দ্রে দুটি বুথে ভোটে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে অভিযোগ তোলে সিপিএম প্রতিনিধি দল৷ সিপিএমের রাজ্য সম্পাদকের তরফে রবীন দেব লিখিত অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনারকে জানান, বোলপুর লোকসভা ভোটে কেতুগ্রাম বিধানসভা কেন্দ্রের অধীন আমগড়িয়া আনন্দ প্রসাদ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে ৫১ নম্বর বুথে এক ব্যক্তি অন্যায়ভাবে ভোটকেন্দ্রে ঢুকে পাপ্পা দিয়েছে৷ সুবীর বিশ্বাস নামে ওই ব্যক্তি তৃণমূল কংগ্রেসের পোলিং এজেন্ট। এটা অবাধ ও স্বাধীন ভোটগ্রহণের পরিপন্থী। অভিযোগের সমর্থনে ভিডিও-ও দাখিল করেন রবীনবাবু। সিপিএমের তরফে অভিযোগ করা হয়েছে, এ রাজ্যের প্রতিটি নির্বাচনেই এ রকম অনিয়ম হচ্ছে। ওই স্কুলে ৫১ নম্বর বুথের মতই অবস্থা হয়েছে ৫২ নম্বর বুথে। রবীনবাবু প্রশ্ন তোলেন, কীভাবে নির্বাচন কমিশন ভোটগ্রহণের সময় এ রকম বেআইনি কাজের সমর্থন করেন? অভিযোগপত্রের প্রতিলিপি রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার, পশ্চিমবঙ্গের বিশেষ পর্যবেক্ষক এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষককেও দেন৷ ওই অভিযোগ খতিয়ে দেখার পর কমিশনের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *