কলকাতা: নভেল করোনা ভাইরাস দাঁত নখ বিস্তার করার আগেই স্থগিত রাখা হয়েছিল রাজ্যের পুরসভা নির্বাচন। প্রাথমিক ভাবে এপ্রিলে পুরভোট হবে ধরে নিয়ে রাজ্য নির্বাচন কমিশন এবং প্রশাসন প্রস্তুতি শুরু করলেও উদ্ভূত পরিস্থিতিতে তা কার্যত অসম্ভব বলে মনে করছেন কমিশনের কর্তারা। বরং পুরসভা ভোট অনির্দিষ্ট কালের জন্য মুলতুবি হয়ে যেতে পারে বলে ইঙ্গিত মিলেছে।সর্বদল বৈঠক করে পুরসভা ভোট স্থগিত রাখার কথা ঘোষণা করার সময় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছিল বোটের জন্য প্রশাসনিক প্রস্তুতি চালিয়ে যাবে।
কিন্তু করোনা পরিস্থিতি ক্রমশ ঘোরালো হয়ে ওঠায় দেশজুড়ে চলা লকডাউনের জেরে পুরভোটের সবরকম প্রস্তুতিই বন্ধ হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আগামী এক-দু মাসের মধ্যে পরিস্থিতির উন্নতী হলেও ভোট করাতে করাতে সেপ্টেম্বর পর্যন্ত গড়িয়ে যেতে পারে বলে কমিশনের কর্তারা মনে করছএন। তবে বিদায়ী বর্ষা ও আসন্ন উত্সবের দোরগোড়ায় ওই সময় ভোট করানো বাস্তবিক ভাবে সম্ভব কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। কাজেই রাজ্যে পুর ভোটের সম্ভাবনা এখন বিশ বাঁও জলে বলে অভিমত কমিশন কর্তাদের।
ভোট স্থগিত রাখার কথা ঘোষণা করার সময়ই পরিস্থিতি পূনর্বিবেচনা করার কথা জানিয়েছিল কমিশন। কিন্তু বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে কমিশনের ডাকা আজকের সেই সর্বদলীয় বৈঠক আপাতত স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী পর্যালোচনা বৈঠকের দিনক্ষনও এখন চূড়ান্ত করা হচ্ছেনা ।রাজনৈতিক দলগুলোকে চিঠি দিয়ে সেকথা জানিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস গত ১৬ মার্চ রাজ্যের ১০টি স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছিলেন। সেখানে সবকটি দলের তরফে উদ্ভূত করোনা পরিস্থিতির জেরে পুরসভা নির্বাচন পিছিয়ে দেওয়ার আর্জি জানান হয়। এরপর কমিশনার আগামী ৩১ মার্চ তাদের সঙ্গে পরবর্তী পর্যালোচনা বৈঠক করবেন বলে জানিয়েছিলেন।