কলকাতা: প্রশ্নপত্রের ভুল নিয়ে পড়ুয়াদের সামনেই মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে সতর্ক করে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার পর্ষদের তৈরি মাধ্যমিকের টেস্ট পেপার প্রকাশ অনুষ্ঠানে মন্ত্রী বলেন, প্রশ্নপত্রে যেন কোনও ভুল না থাকে। ভুল প্রশ্নের উত্তর দেওয়ার পর ছাত্রছাত্রীরা চেঁচামেচি করবে, তা যেন না হয়।
বেতন বৃদ্ধি ইস্যুতে বাজেট প্রস্তাবে কী ইঙ্গিত দিল অর্থদপ্তর?
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রশ্ন যাতে নির্ভুল হয়, তার জন্য হাজারবার দেখে যেন প্রশ্ন ছাপার জন্য ছাড়া হয়। তবে সিলেবাস বহির্ভূত প্রশ্ন নিয়ে আলাদা করে কিছু মন্ত্রী না বললেও, শিক্ষামহলের দাবি, এবার যেভাবে একাধিক বিষয়ে সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন এসেছে, মন্ত্রী সেই প্রসঙ্গ টেনেই পর্ষদকে সতর্ক করে দিয়েছেন। এবারের মাধ্যমিকে হিন্দি পেপারে বহু সিলেবাস বহির্ভূত প্রশ্ন এসেছে। সিলেবাসের বাইরে কত নম্বরের প্রশ্ন, তা নিয়ে অবশ্য একটা সংশয় ছিল। কারণ একটা অংশ ১০ নম্বরের প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে এসেছে বললেও অন্যান্য সূত্র বলছে, সেই নম্বরটা প্রায় ৩০। যদিও পরীক্ষার পর পর্ষদ ১০ নম্বর গ্রেস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। অঙ্ক এবং জীবন বিজ্ঞানেও বাইরে থেকে প্রশ্ন আসার অভিযোগ উঠেছিল। তবে সঠিক কোন ভুলের কথা মন্ত্রী বলতে চেয়েছেন, তা খোলসা না করলেও, মনে করা হচ্ছে ছাপার ভুল থেকে সিলেবাসের বাইরে প্রশ্ন— সব রকম ভুলের কথাই বলেছেন মন্ত্রী। একটি উদাহরণ দিয়ে এদিন পার্থবাবু বলেন, অনেক সময় দেখা যায় উত্তর যা হওয়া উচিত, তা চারটি অপশনের মধ্যে নেই। এই ভুলগুলি নিয়ে আরও বেশি সতর্ক থাকতে হবে সবাইকে।