রত্না-বৈশাখীকে মুখোমুখি বসিয়ে জেরা ED-র

কলকাতা: নারদকাণ্ডে নয়া মোড়৷ এবার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ‘স্ত্রী’ রত্মা চট্টোপাধ্যায় ও ‘বন্ধু’ বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করার তোড়জোড় শুরু করল ইডি৷ জানা গিয়েছে, আজ বুধবার শোভনকে নিয়ে ইডির দপ্তরে পৌঁছে গিয়েছেন বৈশাখী৷ শুরু হয়েছে জেরা৷ রত্মাদেবীকেও আজই ডেকে পাঠানো হয়েছে ইডির দপ্তরে৷ কিন্তু, বিকেল পর্যন্ত তাঁকে ইডির দপ্তরে হাজির হতে দেখা যায়নি৷

রত্না-বৈশাখীকে মুখোমুখি বসিয়ে জেরা ED-র

কলকাতা: নারদকাণ্ডে নয়া মোড়৷ এবার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ‘স্ত্রী’ রত্মা চট্টোপাধ্যায় ও ‘বন্ধু’ বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করার তোড়জোড় শুরু করল ইডি৷ জানা গিয়েছে, আজ বুধবার শোভনকে নিয়ে ইডির দপ্তরে পৌঁছে গিয়েছেন বৈশাখী৷ শুরু হয়েছে জেরা৷ রত্মাদেবীকেও আজই ডেকে পাঠানো হয়েছে ইডির দপ্তরে৷ কিন্তু, বিকেল পর্যন্ত তাঁকে ইডির দপ্তরে হাজির হতে দেখা যায়নি৷ তবে, আজ না হলেও পরবর্তীতে রত্মা ও বৈশাখিকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারেন ইডির তদন্তকারী আধিকারিকরা৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =