বাকি ২ দফার ভোট ১ দিনে? দাবি উড়িয়ে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের!

বাকি ২ দফার ভোট ১ দিনে? দাবি উড়িয়ে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের!

কলকাতা: বাড়ছে করোনা৷ দৈনিক সংক্রমণে রেকর্ড গড়ছে বাংলা৷ আজ এক দিনে বাংলায় করোনা আক্রান্ত প্রায় ১৩ হাজার৷ এই পরিস্থিতি স্বাভাবিক ভাবেই দাবি উঠছে, বাকি দুই দফা হোক একদিনে৷ কিন্তু, কোথায় কী? রাজনৈতিক দলগুলি দাবি খারিজ করে দিল নির্বাচন কমিশন৷

সব ধরনের কভিড বিধির সঙ্গে নির্ধারিত সূচি মেনেই রাজ্যে আগামী ২ দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে৷ নির্বাচন কমিশনার সুশীল চন্দ্রর পৌরহিত্যে আজ কমিশনের ফুল বেঞ্চের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা গিয়েছে৷

কমিশনের নির্দেশ মেনে সব ধরনের রাজনৈতিক প্রচার বন্ধ করার ওপর জোর দেওয়া ছাড়াও সবচেয়ে বেশি পাঁচশো জনকে নিয়ে সমাবেশ করার ক্ষেত্রে বিধি লঙ্ঘন করলে রাজনৈতিক দলের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন৷ প্রয়োজনে প্রার্থীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে৷ পাশাপাশি আগামী ২৬ ও ২৯ এপ্রিলের দুই দফার ৭১টি আসনে নির্বাচন একসঙ্গে করাতে গেলে তার নিরাপত্তায় যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী লাগবে তা কমিশনের পক্ষে দেওয়া সম্ভব নয় বলেও কমিশন জানিয়ে দিয়েছে৷

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা কার্যকরী এবং বোমা ও অস্ত্র উদ্ধারের উপরে কমিশন বৈঠকে জোর দিয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা গিয়েছে৷ কোভিড বিধি লঙ্ঘন করার জন্য এখনও পর্যন্ত প্রার্থীও নেতা মিলিয়ে ১৩ জনের বিরুদ্ধে এফআইআর এবং ৩৩ জনকে শোকজ করা হয়েছে বলে সূত্রের খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *