শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ টানছে পূর্ব রেল

রবিবার শিয়ালদহ-বনগাঁ শাখার ট্রেন চলাচলে নিযন্ত্রণ টানতে চলেছে পূর্ব রেল৷ বন্ধ রাখা হচ্ছে বারাসাত-মধ্যমগ্রাম ট্রেন চলাচল৷ বারাসাতের ১২ নম্বর রেলগেটে ভূগর্ভস্থ পথের কাজ চলার কারণেই বন্ধ থাকবে ট্রেন চলাচল৷ তবে বাড়তি অটো, টোটো চলবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন৷ বারাসতে এই কাজ চলার দরুন শিয়ালদহ-বনগাঁ ও হাসনাবাদ শাখায় ট্রেন চলাচলে বড়সড় প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন

শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ টানছে পূর্ব রেল

রবিবার শিয়ালদহ-বনগাঁ শাখার ট্রেন চলাচলে নিযন্ত্রণ টানতে চলেছে পূর্ব রেল৷ বন্ধ রাখা হচ্ছে বারাসাত-মধ্যমগ্রাম ট্রেন চলাচল৷ বারাসাতের ১২ নম্বর রেলগেটে ভূগর্ভস্থ পথের কাজ চলার কারণেই বন্ধ থাকবে ট্রেন চলাচল৷ তবে বাড়তি অটো, টোটো চলবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন৷ বারাসতে এই কাজ চলার দরুন শিয়ালদহ-বনগাঁ ও হাসনাবাদ শাখায় ট্রেন চলাচলে বড়সড় প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন যাত্রীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 16 =