‘দিদি’কে উৎসর্গ করে গান গাইলেন চিকিৎসক বিধায়ক

‘দিদি’কে উৎসর্গ করে গান গাইলেন চিকিৎসক বিধায়ক

 

হাওড়া: বিশিষ্ট শিশু চিকিৎসক হিসেবে তাঁর সুনাম তো রয়েছেই। রাজনীতির ময়দানে নেমেও জনগণের বিপুল ভোটে তিনি বিধায়ক নির্বাচিত হয়েছেন। এবার গানের জগতেও পাকাপাকিভাবে আত্মপ্রকাশ ঘটল বালির বিধায়ক ডাঃ রানা চট্টোপাধ্যায়ের।

দিদি মমতাকে উৎসর্গ করে এবার নিজের কন্ঠে গান রেকর্ডিং করেছেন বালির এই চিকিৎসক বিধায়ক। সেই গানের মিউজিক সিডি’র রিলিজ হল শুক্রবার হাওড়া সদরের দলের কার্য্যালয়ে। “স্বপ্ন ছিল করব সেবা মা-মাটি-মানুষের, থাকব পাশে জনগণের করব কিছু সমাজের। মমতাময়ী দিদি যে পথ দেখালেন আমায়, সত্যি হলো স্বপ্ন এ মন ভরলো কানায় কানায়। আমায় ভেবো না নেতা, ভেবো না বিধায়ক, আমি তোমাদেরই লোক।”- এভাবেই দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে গান উৎসর্গ করেছেন বালির তৃণমূল বিধায়ক।

রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়ের উপস্থিতিতে শুক্রবার দুপুরে এই মিউজিক সিডি’র আনুষ্ঠানিক প্রকাশ হয়। লক্ষ্মীরতন শুক্লা, রাজীব বন্দ্যোপাধ্যায়ের পর এবার গায়ক হিসেবে আত্মপ্রকাশ ঘটলো বালি কেন্দ্রের তৃণমূল বিধায়ক ডাঃ রানা চট্টোপাধ্যায়ের। দীপাবলীর প্রাক্কালে বিধায়কের কন্ঠে নতুন এই মিউজিক সিডির প্রকাশ হয়েছে। শুক্রবার দুপুরে হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে নতুন এই মিউজিক সিডি’র প্রকাশ করেন সমবায় মন্ত্রী অরূপ রায়।

উপস্থিত ছিলেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষ, দলের সদরের চেয়ারম্যান লগন দেও সিং, বিধায়ক ডাঃ রানা চট্টোপাধ্যায়, নন্দিতা চৌধুরী প্রমুখ। বিধায়ক রানা চট্টোপাধ্যায় বলেন, “গানের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যেতে চাই। মনের আবেগ মনের কথা গানের মাধ্যমে মানুষের কাছে তাই পৌঁছে দিলাম। আমার যেটা আবেগ যেটা আমার মনের কথা সেটাই আমি গানের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। কথায় ও সুরে এই গান গাইতে আমাকে সহায়তা করেছে সৌরভ দত্ত, পুরো কনসেপ্টটা সানির, মিউজিক কম্পোজ করেছে কমলেশ, এডিটিং করেছেন প্রকাশদা। আমাদের স্বপ্ন এবং শ্রদ্ধা সবই দিদি মমতাকে ঘিরে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দল তৃণমূল কংগ্রেসকে নিয়ে আমরা দলের একজন কর্মী হিসেবে নিজেকে গর্ববোধ করি। সেটা গানের ভাষায় মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমাদের এই প্রয়াস।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 10 =