ফোনে আড়ি পাতার অভিযোগ, শুভেন্দুর বিরুদ্ধে মামলা জেলা পুলিশের

ফোনে আড়ি পাতার অভিযোগ, শুভেন্দুর বিরুদ্ধে মামলা জেলা পুলিশের

 

কাঁথি: পুলিশ সুপারকে হুমকি, ফোনে আড়ি পাতা, বিধি ভেঙে বেআইনি জমায়েত সহ একাধিক ধারায় এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বত:প্রনোদিতভাবে মামলা রুজু করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ৷

ভোট মিটলেও জেলাজুড়ে তৃণমূলের সন্ত্রাস অব্যাহত৷ অন্যদিকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করা হচ্ছে বিজেপি নেতা কর্মীদের৷ এরই প্রতিবাদে সোমবার তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাও করে তৃণমূল৷ নেতৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী৷ সেখানেই জেলা পুলিশ সুপারকে নরমে গরমে হুঁশিয়ারি দিতে দেখা যায় শুভেন্দুকে৷ কখনও পুলিশ সুপারের উদ্দেশ্যে পরামর্শের সুরে বলেছেন, ‘‘আমার জেলার এই সমস্ত পুলিশ ভাই, বোনেদের খারাপ পথে পরিচালিত করবেন না৷’’ কখনও বা বলেছেন, ‘‘তৃণমূলের কথা শুনতে গিয়ে নিজের বিপদ ডেকে আনবেন না৷’’

এরপরই কার্যত হুমকির সুরে শুভেন্দু পুলিশ সুপারের উদ্দেশ্যে বলেন, ‘‘কোনও দিদিমনি, চটিমনি আপনাকে বাঁচাতে পারবে না৷ আপনার আইপিএস পদ মর্যাদা রক্ষা করুন৷ তৃণমূলের কথা শুনতে গিয়ে নিজেদের বিপদ ডেকে আনবেন না৷ চাকরিটা ওরা দেয়নি, তাই চাকরিটা রক্ষা করুন৷ ভদ্রভাবে চলুন৷ নিরপেক্ষতা বজায় রাখুন৷’’

এমনকি কখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কে , কে এসপিকে ফোন করেন, কি কথা হয়, সেসবও তিনি জানেন বলে প্রকাশ্যেই দাবি করেন শুভেন্দু৷ তারই জেরে তাঁর বিরুদ্ধে ফোনে আড়ি পাতার অভিযোগ সামনে এসেছে৷ এরপরই শুভেন্দিুর বিরুদ্ধে স্বতপ্রণোদিত মামলা রুজু করে জেলা পুলিশ৷ ইতিমধ্যেই দেহরক্ষীর অস্বাভাবিক মৃত্যু মামলায় তাঁর বিরুদ্ধে ঝুলছে খুনের মামলা৷ ফের এসপিকে হুমকি দেওয়ার জেরে রুজু হল মামলা৷ তাহলে কি সত্যি চাপ আরও বাড়ল শুভেন্দু অধিকারীর? আপাতত এই জল্পনায় উত্তাল রাজ্য রাজনীতি৷ যদিও শুভেন্দুর অবশ্য কোনও প্রতিক্রিয়া মেলেনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =