সংসার ভাঙার চেষ্টা, ব্লেড দিয়ে স্বামীর প্রেমিকাকে চিড়ে দিল বধূ

সংসার ভাঙার চেষ্টা, ব্লেড দিয়ে স্বামীর প্রেমিকাকে চিড়ে দিল বধূ

বারাসত: স্বামীর সঙ্গে অন্য এক মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক মেনে নিতে পারেননি স্ত্রী। এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হত প্রায়ই। অভিযোগ, মারধর করা হত বছর পঁচিশের বধুকে। শনিবার স্বামীর সঙ্গে ওই মহিলাকে  দেখতে পেয়ে হামলা চালায় বধূ৷ ধারালো ব্লেড দিয়ে ওই মহিলার দু’গাল চিড়ে দেয় বধূ৷ শনিবার রাতে ঘটনাটি ঘটেছে হাবড়ার কুমড়া এলাকায়।

স্থানীয় বাসিন্দারা আহত অবস্থায় আক্রান্ত মহিলাকে হাবরা হাসপাতালে নিয়ে আসে। তার দুগালে বেশ কয়েকটি সেলাই পড়েছে । পাশাপাশি অভিযুক্ত মহিলা সাবানা খাতুন ও তার সঙ্গে থাকা ভাই ইদ্রিস সরদারকে তুলে দেওয়া হয় হাবড়া থানার পুলিশের হাতে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ এদিকে বিষয়টিকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে৷

জানা গিয়েছে, বাদুড়িয়ার হায়দারপুরের বাসিন্দা হাসিকুল ইসলামের সঙ্গে প্রতিবেশী মুসলিমা বিবি নামে এক মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। যা নিয়ে হাসিকুল ও তার স্ত্রী সাবানা খাতুন এর মধ্যে বিবাদ লেগেই থাকত। শনিবার সন্ধ্যায় শাবানা দেখতে পায় হাসিকুল অবৈধ সম্পর্ক থাকা প্রতিবেশী মুসলিমা বিবিকে সঙ্গে নিয়ে বাইকে করে ঘুরতে বের হয়। পিছু নেয় হাসিকুলের স্ত্রী শাবানা খাতুন ও তার ভাই ইদ্রিস সরদার । হাবড়ার কুমড়া এলাকায় তাদের ধরে ফেলে।

তখন মুসলিমা পালাতে গেলে তাকে তাড়া করে ধরে শাবানা । তার উপর ঝাঁপিয়ে পড়ে তার দুই গাল ধারাল ব্লেড দিয়ে চিরে দেওয়া হয় । স্থানীয় বাসিন্দারা দুজনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ শাবানা ও ইদ্রিসকে গ্রেপ্তার করেছে। রবিবার তোলা হয় বারাসত আদালতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + eighteen =