আজ রাতেই বাড়বে আরও শক্তি! যশের অভিমুখ ওড়িশার দিকেই

আজ রাতেই বাড়বে আরও শক্তি! যশের অভিমুখ ওড়িশার দিকেই

 
কলকাতা: টানা ৬ ঘণ্টায় স্থলভাগের আরও কাছে চলে এসেছে ‘যশ’। আজ রাতের মধ্যেই আরও অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে৷ আর এই শক্তি বাড়ার প্রক্রিয়া জারি থাকবে বুধবার রাত পর্যন্ত৷ এই মুহূর্তে ‘যশ’ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ১৯ ডিগ্রি ১ মিনিট উত্তর অক্ষাংশ এবং ৮৮ ডিগ্রি ১ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে৷

যশের অভিমুখ রয়েছে ওড়িশার বালাসোরের দিকে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায় রয়েছে ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কতা। এমনকি আজ থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায়। এছাড়াও পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, দার্জিলিং ও কালিম্পংয়ে হতে পারে ভারী বর্ষণ।

আগামীকাল ভোরে হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার। কিন্তু এই ঝড় আছড়ে পড়ার সময় হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার। এই মুহূর্তে ওড়িশার পারাদ্বীপ থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব, ওড়িশার বালাসোর থেকে ২৯০ কিলোমিটার দক্ষিণ এবং পশ্চিমবঙ্গের দিঘা থেকে ২৯০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্ব এবং সাগর দ্বীপ থেকে ২৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে যশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + eleven =