‘উৎকৃষ্ট’ রেক নিয়ে রওনা দার্জিলিং মেলের

উৎকৃষ্ট রেক সহ রওনা দিল ১২৩৪৩ শিয়ালদহ-নিউ দার্জিলিং মেল । পুরনো কোচগুলিকে নতুনভাবে তৈরি করে উৎকৃষ্ট রেক -গুলি তৈরি করা হয়েছে । লিলুয়া এবং কাঁচড়াপাড়া ওয়ার্কশপে নির্মিত হয় এই রেকগুলি । শিয়ালদহ ডিভিশন থেকে এই প্রথম কোনও ট্রেন উৎকৃষ্ট রেক সমেত রওনা দিল । Image Source : indianrailinfo উৎকৃষ্ট রেক -এ রয়েছেঃ সব কোচেই বায়ো-টয়লেট

‘উৎকৃষ্ট’ রেক নিয়ে রওনা দার্জিলিং মেলের

উৎকৃষ্ট রেক সহ রওনা দিল ১২৩৪৩ শিয়ালদহ-নিউ দার্জিলিং মেল ।

পুরনো কোচগুলিকে নতুনভাবে তৈরি করে উৎকৃষ্ট রেক -গুলি তৈরি করা হয়েছে । লিলুয়া এবং কাঁচড়াপাড়া ওয়ার্কশপে নির্মিত হয় এই রেকগুলি । শিয়ালদহ ডিভিশন থেকে এই প্রথম কোনও ট্রেন উৎকৃষ্ট রেক সমেত রওনা দিল ।

Image Source : indianrailinfo

উৎকৃষ্ট রেক -এ রয়েছেঃ

  • সব কোচেই বায়ো-টয়লেট
  • এল ই ডি টিউবলাইট,
  • দরজার কাছে এলইডি প্যানেল
  • মুখ ও হাত ধোয়ার বেসিন
  • টয়লেটগুলিকে ভিনাইল র‍্যাপ করা হয়েছে।
  • নাইট গ্লো স্টিকার, নতুন হালকা রঙের প্রলেপ

ট্রেনে থাকাকালীন এস এম এসের মাধ্যমে হাউস কিপিং স্টাফদের ডাকা যাবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − 1 =