প্রাথমিক শিক্ষকদের মঞ্চ থেকে উঠল ‘এক দেশ এক বেতনে’র দাবি

কলকাতা: প্রথমিক শিক্ষকদের অনশন আন্দোলনে এবার সামিল হল বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সংঘ৷ গত ১২ জুলাই থেকে প্রথমিক শিক্ষক সংগঠন উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা বিকাশ ভবনের পাশে অবস্থান বিক্ষোভ ও অনশন কর্মসূচি নিয়েছে৷ রাজ্যের প্রতিটি জেলা থেকে বহু শিক্ষক-শিক্ষিকা এই আন্দোলনে সামিল হয়েছে৷ এখনও পর্যন্ত ২০ জন আমরণ অনশনে বসেছেন৷ অসুস্থ

প্রাথমিক শিক্ষকদের মঞ্চ থেকে উঠল ‘এক দেশ এক বেতনে’র দাবি

কলকাতা: প্রথমিক শিক্ষকদের অনশন আন্দোলনে এবার সামিল হল বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সংঘ৷ গত ১২ জুলাই থেকে প্রথমিক শিক্ষক সংগঠন উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা বিকাশ ভবনের পাশে অবস্থান বিক্ষোভ ও অনশন কর্মসূচি নিয়েছে৷ রাজ্যের প্রতিটি জেলা থেকে বহু শিক্ষক-শিক্ষিকা এই আন্দোলনে সামিল হয়েছে৷ এখনও পর্যন্ত ২০ জন আমরণ অনশনে বসেছেন৷ অসুস্থ হয়েছেন বেশ কয়েকজন৷

আন্দোলন যাতে তীব্র আকার দেওয়া যায়, সে বিষয়ে সকল শিক্ষক সংগঠনকে আমন্ত্রণ জানিয়েছিলেন উস্থি নেতৃত্ব৷ এর পরই বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সংঘের রাজ্য প্রতিনিধি দল আজ অনশন মঞ্চে যান৷ অনশনরত শিক্ষকদের পাশে দাঁড়ান৷ এই বিষয়ে সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক কানুপ্রিয় দাস প্রেস রিলিজ জারি করে জানান, ‘‘আমরা পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা ২০০৬ সাল থেকে বেতন বঞ্চনার শিকার৷ সর্বভারতীয় বেতনক্রম বা PRT স্কেল আমাদের ন্যায্য দাবি৷ সর্বভারতীয় শিক্ষক সংগঠন বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সংঘ বহুদিন ধরে এক দেশ এক বেতনক্রমের এই দাবি করে এসেছে৷ এই একই দাবি নিয়ে সংগঠন বিগত কিছু সময় ধরে সকল প্রাথমিক শিক্ষকদের বিরাট সমর্থন নিয়ে বিভিন্ন আক্রমণাত্বক আন্দোলন করেছে৷ প্রাথমিক শিক্ষকদের অরাজনৈতিক সংগঠন  গত ১২ জুলাই থেকে অবস্থান বিক্ষোভ ও আমরণ অনশন কর্মসূচি নিয়েছে তা আমরা সম্পূর্ণরূপে সমর্থন করি৷  আগামী দিনে PRT আদায়ে আমরা সকল শিক্ষকদের স্বার্থে সবরকমভাবে সহযোগিতা করব৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 2 =