গৃহবধূকে ঠকিয়ে গয়না নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতির

বীরপাড়া: ধাতুর তৈরি জিনিস পরিস্কারের নামে সাংবাদিক স্ত্রীকে ঠকিয়ে প্রায় ৭০ হাজার টাকা মূল্যের সোনার গয়না নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতি। শনিবার দুপুরে বীরপাড়ার কলেজপাড়া এলাকার ঘটনা। জানা গিয়েছে, ঘটনার সময় বুদ্ধিমান লামা নামে ওই সাংবাদিক স্কুলে ছিলেন। বাড়িতে একাই ছিলেন তার স্ত্রী অঞ্জনা রাই। দুজন লোক ডাকাডাকি করতে থাকেন। তখন অঞ্জনাদেবী বাইরে বেরিয়ে আসেন।

গৃহবধূকে ঠকিয়ে গয়না নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতির

বীরপাড়া: ধাতুর তৈরি জিনিস পরিস্কারের নামে সাংবাদিক স্ত্রীকে ঠকিয়ে প্রায় ৭০ হাজার টাকা মূল্যের সোনার গয়না নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতি। শনিবার দুপুরে বীরপাড়ার কলেজপাড়া এলাকার ঘটনা। জানা গিয়েছে, ঘটনার সময় বুদ্ধিমান লামা নামে ওই সাংবাদিক স্কুলে ছিলেন। বাড়িতে একাই ছিলেন তার স্ত্রী অঞ্জনা রাই। দুজন লোক ডাকাডাকি করতে থাকেন। তখন অঞ্জনাদেবী বাইরে বেরিয়ে আসেন। ওই দুই ব্যক্তি হিন্দি ভাষায় জানায়, তারা একটি নামী কোম্পানি থেকে এসেছে। বাড়িতে পুরনো কাঁসা, পিতল, রূপোর জিনিস এমনকী সোনীর গয়নাও পরিস্কার করে। চোখের সামনে কাঁসার গ্লাস পরিস্কার করে দেওয়ার পর ঘরে থাকা পুরনো সোনার চেন ও আংটি বের করে দেন অঞ্জনাদেবী।  তিনি জানান, তিনি সেগুলি তাদের হাতে তুলে দেওয়ার পর তারা একটি পাউডারের প্যাকেটে একটু জল দিয়ে ঢুকিয়ে দেয়। তারপর কিছু ওলট পালট করে বলে আধ ঘন্টা বাদে প্যাকেটটি খুলবেন। এই বলে তারা দ্রুত গতিতে বাড়ি থেকে বেরিয়ে বাইকে করে চলে যায়। অঞ্জনাদেবীর সন্দেহ হওয়ায় দশ মিনিটের মধ্যে ওই পাউডারের প্যাকেটটি খুলে ফেলেন। দেখেন, সোনার চেন ও আংটির পরিবর্তে প্যাকেটে রয়েছে পাথর। সঙ্গে সঙ্গে তিনি তাঁর স্বামীকে জানান। বুদ্ধিমান জানান, এলাকার মানুষের সরলতার সুযোগ নিয়ে অসাধু লোকেরা এভাবে ঠকিয়ে চলেছে। বীরপাড়া থানায় এবিষয়ে অভিযোগ জানানো হয়েছে। ঘটনার তদন্তে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =