ঋণে জর্জরিত রাজ্য আরও নিচ্ছে ঋণ! অমিত প্রস্তাব বাজেটে

ঋণে জর্জরিত রাজ্য আরও নিচ্ছে ঋণ! অমিত প্রস্তাব বাজেটে

কলকাতা:  আগামী অর্থবর্ষের জন্য রাজ্য বাজেটে পেশ করেছেন অর্থমন্ত্রী অমিত মিত্র৷ সেখানে চমক দিতে বেশ কিছু নতুন প্রকল্পের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী৷ কিন্তু, আর্থিক অনটনের মধ্যে রাজ্যের মানুষের বিপুল প্রত্যাশা পূরণ কীভাবে সম্ভব? অর্থের জোগান বাড়াতে বাজেটে রাজ্যের ঋণ দেওয়ার প্রস্তাব ঘিরে ফের তৈরি হয়েছে বিতর্ক৷  সাধারণের মন জয় করতে রাজ্যের বিপুল পরিমাণ ঋণ নেওয়ার প্রস্তাবকে তীব্র কটাক্ষ করেছেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর৷

সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন সুজন জানিয়েছেন, বাজেটে ৮০ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার প্রস্তাব করেছে সরকার৷ ৪৫ হাজার কোটি টাকা ঋণ শোধ করতে হবে রাজ্যকে৷ তাহল বাকি ৩৫ হাজার কোটি টাকা কী হবে? এটা কি খেলা-মেলা খাতে বরাদ্দ হবে?

তৃণমূল সরকারের ঋণ নেওয়ার খতিয়ান তুলে ধরেন সুজনের দাবি, স্বাধীনতার পর থেকে ২০১১ সাল পর্যন্ত রাজ্যের ঋণের পরিমাণ ১.৯২ লক্ষ কোটি টাকা৷ গত ৮ বছরের তৃণমূলের শাসনে তা ২৫০ শতাংশ বেড়ে গিয়েছে৷ এখন ঋণের বোঝা ৪.৭৪ লক্ষ কোটি টাকা৷ এই সরকার মদ বিক্রি করে টাকা আয় করছে৷ সাধারণ মানুষের কাছ থেকে ট্র্যাফিক ফাইন ও বিদ্যুতের দাম চাপিয়ে আয় করছে৷ এছাড়া সরকারের আয়ের কোনও উৎস কোথায়? তাঁর আরও দাবি, রাজ্য সরকার তপশিলিদের জন্য মাসে এক হাজার টাকা পেনশন দেওয়ার ঘোষণা করেছে৷ কিন্তু যাঁরা ৭৫০ টাকা করে পেনশন পান, তাদের সেই পেনশনের বরাদ্দ কেন বাড়ানো হল না?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 18 =