রাজ্যে আরও বাড়ল করোনায় মৃত্যুর সংখ্যা, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৫

রাজ্যে আরও বাড়ল করোনায় মৃত্যুর সংখ্যা, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৫

কলকাতা: রাজ্যে ক্রমেই বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৫ জন৷ রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৩৪৪৷ তবে এই মুহূর্তে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৯৪০ জন৷ অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৭ জনের৷ রাজ্যে এখন পর্যন্ত করোনায় মৃত ৬৮। মঙ্গলবার নবান্নের সাংবাদিক বৈঠকে এই পরিসংখ্যান তুলে ধরলেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়৷ 

স্বরাষ্ট্র সচিব আরও জানিয়েছেন, গতকাল থেকে আজ পর্যন্ত ৪৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন৷ রাজ্যে করোনা মুক্ত হয়েছেন মোট ২৬৪ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে প্রায় দুই হাজার নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তিনি বলেন, মানুষের জীবন যাপনের ধরনের জন্যই গ্রামের তুলনায় শহরে আক্রান্তের সংখ্যা অনেক বেশি৷ সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মেট্রোসিটিগুলি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − one =