নড়ে উঠল মৃতদেহ! আজব কাণ্ড নিমতলা শ্মশানে

কলকাতা: কেউ বলছেন, ‘মৃত নাকি হঠাৎ উঠে বসেছে পড়েছে৷’ কেউ আবার বলছেন, ‘দ্যাখ, দ্যাখ আঙুলটা নড়ল যেন মনে হচ্ছে৷’ মৃত জীবিত হয়েছে! এই গুজবে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়াল নিমতলা শ্মশানে৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশেও৷ শেষমেশ ডাক্তার এসে পরীক্ষা করে জানালেন, জীবিত হননি মৃত৷ পুলিশ সূত্রের খবর, মধ্যমগ্রামের সারদাপল্লির বাসিন্দা নমিতা সাহা (৪৫) এ দিন সকালে

নড়ে উঠল মৃতদেহ! আজব কাণ্ড নিমতলা শ্মশানে

কলকাতা: কেউ বলছেন, ‘মৃত নাকি হঠাৎ উঠে বসেছে পড়েছে৷’ কেউ আবার বলছেন, ‘দ্যাখ, দ্যাখ আঙুলটা নড়ল যেন মনে হচ্ছে৷’ মৃত জীবিত হয়েছে! এই গুজবে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়াল নিমতলা শ্মশানে৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশেও৷ শেষমেশ ডাক্তার এসে পরীক্ষা করে জানালেন, জীবিত হননি মৃত৷

পুলিশ সূত্রের খবর, মধ্যমগ্রামের সারদাপল্লির বাসিন্দা নমিতা সাহা (৪৫) এ দিন সকালে মারা যান। তাঁকে নিমতলা শ্মশানে নিয়ে আসেন ছেলে রাজু-সহ অন্য আত্মীয়রা। চুল্লিতে ঢোকানোর জন্য যখন অপেক্ষা করছেন পরিজনরা, তখনই নাকি হঠাৎ কেউ দেখেন, মৃতের আঙুল নড়ছে। মৃত উঠে বসেছে বলেও গুজব রটে। ওই শ্মশানে দায়িত্বে থাকা চিকিৎসককে ডেকে এনে তাঁর পরীক্ষা করানো হয়। মৃতের শরীরে রাইগর মরটিসের জন্য আঙুল বা হাত নড়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 2 =