ভোটের দিনে আবহাওয়া না ভিলেন হয়ে ওঠে, শঙ্কায় নেতারা

ভোটের দিনে আবহাওয়া না ভিলেন হয়ে ওঠে, শঙ্কায় নেতারা

শিলিগুড়ি: আগেরবারে ছিল ভুমিকম্প৷ আর এবারে বৃষ্টি৷ তাই এবারে মেঘের মুখ ভার করাকেই ভয় পাচ্ছেন শিলিগুড়ির তাবড় তাবড় রাজনৈতিক দলের নেতারা। আগামীকাল বৃষ্টি হবে না তো, এটাই ভাবাচ্ছে এলাকার তামাম রাজনৈতিক নেতাদের৷

গৌতম দেব, রঞ্জন সরকার এবং অশোক ভট্টাচার্য৷ তিন তাবড় নেতার একটাই প্রার্থনা, শনিবার যেন বৃষ্টি না হয়৷ রাজনৈতিক মহলের মতে, বৃষ্টি নিয়ে বেশি চাপে  তৃণমূল এবং বিজেপির নেতারা৷ কারণ. সিপিএমের সমর্থকেরা ঝড়,জল বৃষ্টি হোক ভোট দিতে আসবেনই এই কথা বহুল প্রচলিত। আর বৃষ্টি হলে ভোট দিতে দ্বিধা বোধ করেন ডানপন্থী সমর্থকেরা। ফলে আদতে বৃষ্টি হলে সিপিএমের সাপে বর হতে পারে বলে অনেকে মনে করছেন৷

তাই বিজেপি ও তৃণমূলের নেতাদের একটাই প্রার্থনা, বৃষ্টি যাতে না হয়। আবহওয়া দপ্তরের পূর্বাভাস বৃষ্টি হবার সম্ভাবনা আছে। তাই চিন্তায় তৃণমূল এবং বিজেপির নেতৃত্বরা৷ তাঁদের একটাই আশঙ্কা, আগামীকালের ভোটে আবহাওয়া যেন ভিলেন না হয়ে ওঠে৷ তবে বৃষ্টি না হোক, সেটা চাইছেন বামেরাও৷ এক বাম নেতার কথায়, ‘‘বৃষ্টি হলে আদতে ভোটের হার কমে যাবে৷ হয়তো বৃষ্টিতে ভিজে অনেক সমর্থক আসবেন৷ কিন্তু বর্তমান সংক্রমণের আবহে অনেকে বৃষ্টিতে ভিজতে চাইবেন না৷ ফলে আখেরে ভোটের হার কম পড়লে ক্ষতির সম্ভবনা থাকেই৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 16 =