জোড়া বিপত্তি, থমকে শীত! ফিরবে কবে? কী বলছে হাওয়া অফিস?

কলকাতা: ডিসেম্বর পড়তে আর বাকি মাত্র দু’দিন৷ শীত শীত অনুভূতি হলেও কবে পাকাপাকি ভাবে আসবে শীত? এবার সেই প্রশ্নের জবাব দিল হাওয়া অফিস৷ আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত এখনই আসছে না শীত৷ তবে, আগামী কী হবে? হাওয়া অফিস জানিয়েছে, চলতি মাসে শীতের অনুভূতি পাওয়ার সুযোগ কম৷ অপেক্ষা করতে হবে ডিসেম্বর শেষ পর্যন্ত৷ কিন্তু, কেন এমন অবস্থা?

জোড়া বিপত্তি, থমকে শীত! ফিরবে কবে? কী বলছে হাওয়া অফিস?

কলকাতা: ডিসেম্বর পড়তে আর বাকি মাত্র দু’দিন৷ শীত শীত অনুভূতি হলেও কবে পাকাপাকি ভাবে আসবে শীত? এবার সেই প্রশ্নের জবাব দিল হাওয়া অফিস৷

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত এখনই আসছে না শীত৷ তবে, আগামী কী হবে? হাওয়া অফিস জানিয়েছে, চলতি মাসে শীতের অনুভূতি পাওয়ার সুযোগ কম৷ অপেক্ষা করতে হবে ডিসেম্বর শেষ পর্যন্ত৷

কিন্তু, কেন এমন অবস্থা? হাওয়া অফিস বলছে, উত্তর জাঁকিয়ে শীত পড়েছে ঠিকিই৷ কিন্তু, উত্তর-পশ্চিমা বায়ু ঢুকছে রাজ্যে৷ এর মূলে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা৷ এই ঝঞ্ঝার ঝনঝাটে রাজ্যে ঠান্ডা হাওয়া আসতে পারছে না৷ উত্তুরে হাওয়া বইতে না পারায় শীত অধরা বলে জানানো হয়েছে৷

শুধুই কি ঝঞ্ঝার ঝনঝাট? সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত৷ আর এই ঘূর্ণাবর্ত জলীয় বাষ্প টেনে আনছে৷ ফলে শীত কমেছে৷ আপাতত এমনই পরিস্থিতি থাকবে বলেও জানিয়েছে হাওয়া অফিস৷ ফলে, শীতের জন্য ডিসেম্বর মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতেই হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 1 =