কলকাতা৩ রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) মামলার রিভিউ পিটিশনের শুনানি আগামী সোমবার হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে হবে। রাজ্য সরকারের তরফে এই রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে। এই পিটিশনের কারণে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (স্যাট) ডিএ মামলার পরবর্তী শুনানির দিন ইতিমধ্যে আগামী ১৯ ডিসেম্বর ধার্য করেছে। বৃহস্পতিবার বিচারপতি রঞ্জিত বাগ ও প্রশাসনিক সদস্য সুবেশ দাসকে নিয়ে গঠিত স্যাটের বেঞ্চ জানিয়ে দিয়েছে, ১৯ তারিখের মধ্যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রিভিউ পিটিশনটি না উঠলে তারা ডিএ মামলার রায় ঘোষণা করে দেবে। সব মিলিয়ে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলাটির ভবিষ্যৎ আগামী সোমবার হাইকোর্টে কী হয়, তার উপর অনেকটাই নির্ভর করছে।গত ৩১ আগস্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ডিএ মামলার রায় দেয়। বিচারপতি দেবাশিস করগুপ্ত ও বিচারপতি শেখর বি শরাফের ডিভিশন বেঞ্চ রায়ে জানিয়ে দেয়, ডিএ পাওয়ার অধিকার রাজ্য সরকারি কর্মীদের আছে। তবে কেন্দ্রীয় হারে তাঁরা ডিএ পাবেন কি না এবং চেন্নাই ও দিল্লিতে কর্মরত রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে ডিএ-র বৈষম্যের ব্যাপারে স্যাটকে চূড়ান্ত রায় দিতে বলা হয়। মামলা নিষ্পত্তি করার জন্য দু’মাসের সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল। ডিএ মামলার রায় যে দু’জন বিচারপতির ডিভিশন বেঞ্চ দিয়েছিল, তারাই সোমবার রিভিউ পিটিশন শুনবে। দেবাশিস করগুপ্তর সঙ্গে বিচারপতি শেখর বি শরাফ ওই ডিভিশন বেঞ্চে থাকবেন। শুনানির জন্য বেলা দু’টোর সময় নির্দিষ্ট করা হয়েছে।
ফের DA মামলা উঠছে কলকাতা হাইকোর্টে
কলকাতা৩ রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) মামলার রিভিউ পিটিশনের শুনানি আগামী সোমবার হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে হবে। রাজ্য সরকারের তরফে এই রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে। এই পিটিশনের কারণে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (স্যাট) ডিএ মামলার পরবর্তী শুনানির দিন ইতিমধ্যে আগামী ১৯ ডিসেম্বর ধার্য করেছে। বৃহস্পতিবার বিচারপতি রঞ্জিত বাগ ও প্রশাসনিক সদস্য সুবেশ দাসকে