কলকাতা: চলতি বছরে তাপমাত্রার রেকর্ড গড়ল শীত৷ সর্বনিম্ন ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস নেমে কলকাতা আজ শীতলতম দিন৷ তবে, শীতের এই রেকর্ড গড়ার ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ হাওয়া অফিসের পূর্বাভাস, সপ্তাহ শেষে আরও নামবে তাপমাত্রা৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহ শেষেই পারদ নামবে আরও৷ বড়দিনে জাঁকিয়ে শীতের পূর্বাভাসও আগেই দিয়ে রেখেছে হাওয়া অফিস৷ সকালে থাকবে কুয়াশার সঙ্গে রাজ্যজুড়েই জাঁকিয়ে পড়বে শীত, পূর্বাভাস হাওয়া অফিসের৷
চলতি মরশুমে রেকর্ড গড়ল শীত, বর্ষশেষেও থাকবে দাপট
কলকাতা: চলতি বছরে তাপমাত্রার রেকর্ড গড়ল শীত৷ সর্বনিম্ন ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস নেমে কলকাতা আজ শীতলতম দিন৷ তবে, শীতের এই রেকর্ড গড়ার ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ হাওয়া অফিসের পূর্বাভাস, সপ্তাহ শেষে আরও নামবে তাপমাত্রা৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহ শেষেই পারদ নামবে আরও৷ বড়দিনে জাঁকিয়ে শীতের পূর্বাভাসও আগেই দিয়ে রেখেছে হাওয়া