কলকাতা: ষষ্ঠ দফার ভোটের জন্য পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার বাস তো বটেই, এমনকী হাওড়া-কলকাতা জেলার কিছু বাসও তোলা হচ্ছে। এমনটাই জানিয়েছেন বাস মালিকরা। তার জেরে রাস্তায় কমছে বাসের সংখ্যা।
তবে, কেবল ভোটের জন্যই নয়, ব্যাপক গরমের জেরে দুপুরের দিকে রাস্তায় বাসের সংখ্যাও কমে যাচ্ছে। সব মিলিয়ে সময়ে বাস না পেয়ে ভোগান্তি বাড়ছে যাত্রীদের। শেষ দফার ভোট কলকাতা এবং পার্শ্ববর্তী দুই জেলায়। সেই সময়ে পরিস্থিতি আরও খারাপ হবে বলেই জানাচ্ছেন বাস মালিকরা।
বাস মালিকদের বক্তব্য, পঞ্চম দফার ভোটেও কলকাতা ও সংলগ্ন জেলার বাস ব্যবহার করা হয়েছিল। গত ৭ মে ভোরের মধ্যেই সেই সব বাস ভোটের কাজ মিটিয়ে ফিরে আসে। সেই পর্বেও রাস্তায় বাসের সংখ্যা কমে গিয়েছিল। বাস মালিকরা জানিয়েছেন, যে সব জায়গায় পরের দফায় ভোট রয়েছে, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের সভার জেরেও বাস ভাড়া নেওয়া হচ্ছে। তার জেরেও কমছে বাসের সংখ্যা।