মালদা: শেষকৃত্য সেরে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক শ্মশান যাত্রী৷ আহত হয়েছেন আরও চারজন। ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়৷ মঙ্গলবার রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে মালদা জেলার পুরাতন মালদা থানার সাহাপুর বাইপাস সংলগ্ন এলাকায়।
ঘটনার পরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিয়ে যান মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তাঁরা চিকিৎসাধীন রয়েছেন৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শ্মশান যাত্রীর নাম অভয় মণ্ডল(৪০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গাজোল থানার বোলবাড়ি এলাকার বানেশ্বরী মণ্ডল (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়। সেই মৃত্যুতে গ্রামের প্রায় ৩০ জন ছোট লরি গাড়িতে করে মালদার সদুল্লাপুর মহাশ্মশানে সৎকার করতে আসেন।
সৎকার সেরে বাড়ি ফেরার পথে সাহাপুর বাইপাসে দাঁড়িয়ে থাকা একটি লরিতে ধাক্কা মারে শ্মশান যাত্রী গাড়িটি। এই ঘটনায় গুরুতর আহত হন পাঁচজন। স্থানীয়রা ছুটে এসে আহতদেরকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা চলাকালীন ভোররাতে মৃত্যু হয় অভয় মণ্ডল নামে এক শশ্বান যাত্রীর। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত শ্মশান যাত্রী পরিবার সহ গোটা গ্রামে।