মনুয়াকাণ্ডের রায়দন পিছিয়ে দিল আদালত

কলকাতা: অনুপম সিংহ হত্যা মামলার রায়দান আজ রায়দানের দিন ধার্য হলেও পিছিয়ে গেল মামলা৷ আগামী ২৫ জুলাই মামলার রায়দান করা হবে বলে জানিয়ে দিয়েছে বারাসত আদালত৷ মামলা মিছিয়ে যেতেই হতাশ অনুপমের পরিবার৷ আজ বারাসত আদালতের ফাস্ট ট্র্যাক ফোর্থ কোর্টের অনুপম সিংহ হত্যা মামলার রায়দানের কথা ছিল৷ বহু চর্চিত এই হত্যাকাণ্ডের রায়দানের দিকে তাকিয়ে ছিলেন অনুপমের

মনুয়াকাণ্ডের রায়দন পিছিয়ে দিল আদালত

কলকাতা: অনুপম সিংহ হত্যা মামলার রায়দান আজ রায়দানের দিন ধার্য হলেও পিছিয়ে গেল মামলা৷ আগামী ২৫ জুলাই মামলার রায়দান করা হবে বলে জানিয়ে দিয়েছে বারাসত আদালত৷ মামলা মিছিয়ে যেতেই হতাশ অনুপমের পরিবার৷

আজ বারাসত আদালতের ফাস্ট ট্র্যাক ফোর্থ কোর্টের অনুপম সিংহ হত্যা মামলার রায়দানের কথা ছিল৷ বহু চর্চিত এই হত্যাকাণ্ডের রায়দানের দিকে তাকিয়ে ছিলেন অনুপমের পরিবার৷ কিন্তু, সেই রায়দান পিছিয়ে দেওয়া হয় আদালতের তরফে৷ ওই ঘটনায় দুই অভিযুক্ত মনুয়া মজুমদার ও তার প্রেমিক অজিত রায়৷

নিহত অনুপমের মা কল্পনা সিংহ সংবাদমাধ্যমকে জানান, আমাদের আদালতের উপর সম্পূর্ণ আস্থা আছে৷ কিন্তু, কেন আজ রায়দান পিছিয়ে গেল বুঝতে পারছি না৷ আমরা হতাশ৷ সুবিচার পাব বলে আজ আশা করেছিলাম৷ দু’বছর আগে বারাসতের হৃদয়পুরের বাড়িতেই খুন হন বেসরকারি ভ্রমণ সংস্থার ম্যানেজার অনুপম সিংহ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *