টানা এক মাস পর অবশেষে খুলছে বাংলার আদালত

কলকাতা: হাওড়া আদালতের ঘটনার জেরে রাজ্য জুড়ে আইনজীবীদের কর্মবিরতি অবশেষে স্থাগিত রাখার সিদ্ধান্ত৷ আজ, বার কাউন্সিলের তরফে জানানো হয়েছে, আপাতত তাঁরা তাঁদের কর্মবিরতি আতাত স্থগিত রাখছে৷ কলকাতা হাইকোর্টের নির্দেশ গঠিত কমিটির রিপোর্ট পেশ হাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে৷ আইনজীবীদের কর্মবিরতি স্থগিত রাখার জেরে শুক্রবার থেকে ফের স্বাভাবিক হতে পারে

টানা এক মাস পর অবশেষে খুলছে বাংলার আদালত

কলকাতা: হাওড়া আদালতের ঘটনার জেরে রাজ্য জুড়ে আইনজীবীদের কর্মবিরতি অবশেষে স্থাগিত রাখার সিদ্ধান্ত৷ আজ, বার কাউন্সিলের তরফে জানানো হয়েছে, আপাতত তাঁরা তাঁদের কর্মবিরতি আতাত স্থগিত রাখছে৷ কলকাতা হাইকোর্টের নির্দেশ গঠিত কমিটির রিপোর্ট পেশ হাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে৷ আইনজীবীদের কর্মবিরতি স্থগিত রাখার জেরে শুক্রবার থেকে ফের স্বাভাবিক হতে পারে আদলতের কাজ৷

হাওড়া আদালতে পুরসভার জায়গায় এক আইনজীবীর গাড়ি রাখা নিয়ে বচসা দিয়ে শুরু৷ সেই বচসা জেরে  পুরকর্মীদের সঙ্গে হাতাহাতি, পুলিশের হাতে আইনজীবীদের প্রহৃত হওয়ার ঘটনা ঘটে৷ শুরু হয় আইনজীবীদের প্রতিবাদ৷ গোটা রাজ্যের বিচার ব্যবস্থার এক মাস থকমে দেওয়া হয়৷ এর আগেও পঞ্চায়েত ভোটের সময় রাজ্যের সমস্ত আদালত বন্ধ রাখা হয়৷ এবারের লোকসভা ভোটের মুখেও একই কাণ্ড ঘটে৷

গত ২৪ এপ্রিল হাওড়া আদালতের আইনজীবীদের উপর পুলিশের নির্মম লাঠি চালানোর প্রতিবাদে রাজ্যের সমস্ত আদালতের আইনজীবীরা কাজ বন্ধ রেখেছেন৷ তাঁদের দাবি, ওই ঘটনায় জড়িত পুলিশ কর্মীদের শাস্তি চাই৷ ২৫ এপ্রিল থেকে আইনজীবীরা কর্মবিরতি শুরু করেছেন৷ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই ব্যাপারে হস্তক্ষেপ করেছেন৷ তাতেও সমস্যা মেটেনি৷ মঙ্গলবার তদন্তকমিটিও গঠন করে দিয়েছে আদলাত৷ পরিস্থিতি খতিয়ে দেখতে আজ আইনজীবীদের বৈঠক হয়৷ বৈঠকে কর্মবিরতি আপাতত স্থাগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় আইনজীবীদের তরফে৷

আদালত বন্ধ থাকায় রাজবী কুমার মামলা সহ একাধিক গুরুত্বপূর্ণ কাজ আপাতত পণ্ড৷ দেশের সর্বোচ্চ আদালতও রাজ্যের আদালতগুলির অচলাবস্থা নিয়ে মুখ খুলেছে। শীর্ষ আদালতের বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ সামগ্রিক পরিস্থিতিকে অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন৷ তাঁদের পর্যবেক্ষণ, আইনজীবীদের কাজ বন্ধের জন্য প্রচুর মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে৷ আজ ফের দেশের শীর্ষ আদলতে ওঠে বাংলার আইনজীবীদের কর্মবিরতির প্রসঙ্গ৷ রাজীব কুমার মামলায় সুপ্রিম কোর্টের তরফে রাজীবকে নিম্ন আদলতে জামিনের আবেদন করতে নির্দেশ দেয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − three =