কলকাতা: গরু পাচারকাণ্ডে গ্রেফতারি পরোয়ানা জারি হল যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রর নামে। মঙ্গলবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তার গ্রেফতারি পরোয়ানা জারি হয়। গত এক মাস ধরে গরু পাচারকাণ্ডে সিবিআইয়ের আধিকারিকরা তন্ন তন্ন করে খুঁজচ্ছিলেন বিনয়কে। তাদের দাবি, গরু পাচারের প্রচুর টাকা বিনয়ের হাত দিয়েই পাচার হয়েছে।
সিবিআই আধিকারিকরা জানিয়েছেন, গরু পাচারকাণ্ডে সহযোগিতার জন্য ৩ বার ডেকে পাঠানো হয়েছে বিনয় মিশ্রকে। কিন্তু একবারও হাজিরা দেননি তিনি। তার শেষবার হাজিরা দেওয়ার কথা ছিল ১৯ জানুয়ারি। তবে এদিনও তিনি গরহাজির ছিলেন। এরপরই বিশেষ আদালতে বিনয় মিশ্রর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করার আবেদন দেন সিবিআই কর্তারা।
মঙ্গলবার পরোয়ানা হাতে পেয়েই তদন্তকারীরা বিনয় মিশ্রর রাসবিহারীর বাড়িতে পৌঁছন। কিন্তু সেখানে কাউকেই পাওয়া যায়নি। তদন্তকারীরা জানিয়েছেন, ৩ বার নোটিশ পাঠানো সত্ত্বেও সিবিআইয়ের দফতরে যাওয়া তো দূরের কথা ফোন করে যোগাযোগ করারও চেষ্টা করেননি বিনয় মিশ্র। তাকে ফোন করেও পাওয়া যাচ্ছে না।