ফের আদালতে উঠছে DA মামলার শুনানি

কলকাতা: ডিএ মামলার শুনানিতে মঙ্গলবার সওয়াল করল সরকারপক্ষ। যা ৮ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিনেও চলবে বলে জানা গিয়েছে। বিচারপতি হরিশ ট্যান্ডনের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে রাজ্যের তরফে আগের মতো এদিনও দাবি করা হয়, এই অর্থপ্রদান ব্যবস্থা আদতে অনুদান। ফলে এই প্রসঙ্গে আদালতের নির্দেশ জারি করার সুযোগ সীমিত। কিন্তু, বেঞ্চ জানায়, রাজ্যের করা এই ‘রিভিউ পিটিশন’-এ এমন

ফের আদালতে উঠছে DA মামলার শুনানি

কলকাতা: ডিএ মামলার শুনানিতে মঙ্গলবার সওয়াল করল সরকারপক্ষ। যা ৮ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিনেও চলবে বলে জানা গিয়েছে। বিচারপতি হরিশ ট্যান্ডনের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে রাজ্যের তরফে আগের মতো এদিনও দাবি করা হয়, এই অর্থপ্রদান ব্যবস্থা আদতে অনুদান।

ফলে এই প্রসঙ্গে আদালতের নির্দেশ জারি করার সুযোগ সীমিত। কিন্তু, বেঞ্চ জানায়, রাজ্যের করা এই ‘রিভিউ পিটিশন’-এ এমন সওয়াল করার সুযোগ নেই। তা আপিল মামলায় বলা যেতে পারে। হাইকোর্ট ট্রাইব্যুনালকে ফের বিষয়টি বিচার করতে যে নির্দেশ দিয়েছে, সেটিও সঠিক নয় বলে এদিন দাবি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 6 =