হাওড়া: যতদূর চোখ যায় শুধু জল আর জল৷ জলে ডুবেছে ঘরবাড়ি, মাঠঘাট। কিন্তু তা বলে কি থেমে থাকে শুভদৃষ্টি, মালাবদল। বরং জল-যন্ত্রণাকে সাক্ষী রেখেই নব দম্পতির চার হাত এক হল৷ বানভাসি হাওড়ার পাত্রপাড়ার ঘটনা৷
নদীর জলের গর্জন, মানুষের হাহাকারের মাঝেই পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী হাওড়ায় সিয়াগোড়ি পাত্রপাড়ার চিরঞ্জিৎ পাত্রর সঙ্গে নবজীবনে আবদ্ধ হলেন সায়নী৷ চিরঞ্জিতের কথায়, ‘‘বিবাহ দিনক্ষণ আগে থেকেই ঠিক ছিল। কিন্তু হঠাৎ করে বন্যা৷ তা বলে বিয়ে তো আর আটকানো যায় না। তাই নৌকোয় করেই গিয়েছিলাম বিয়ে করতে৷ স্ত্রীকে নিয়ে ফিরলাম নৌকো করেই৷’’
পাশ থেকে লাজুক কন্ঠে সায়নী বলে ওঠেন, ‘‘সত্যি, এই ঘটনা সারা জীবন মনে থাকবে৷ চোখের সামনে দেখছি চারিদিকে ভাঙন৷ তার মাঝে আমরা গড়লাম নতুন জীবন৷’’ বানভাসি পরিস্থিতির মধ্যেই বুধবার রাতে বিবাহ সুসম্পন্ন হয়। বাড়ি তো ফিরতেই হবে। এদিকে জল বাড়ছে৷ অপেক্ষা করা বৃথা৷ বুঝতে পেরে জলপথেই নৌকায় সিয়াগড়ি থেকে গন্তব্যস্থল জয়পুর থানার কালিপুরে পৌঁছান এই নবদম্পতি। স্বভাবতই নব দম্পতির বাড়ি ফেরাকে কেন্দ্র করে হাওড়ার পাত্রপাড়ায় এদিন জল যন্ত্রণার মাঝেও মানুষের মুখে দেখা গিয়েছে হাসি৷ শত কষ্টের মাঝেও তাঁরা আর্শীবাদ করেছেন নবদম্পতিকে৷ বলছেন, ‘ওদের ভাল হোক!’’