‘কুকুরের মতো মারব’, ভারতীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ কমিশনের

কলকাতা: ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের বিতর্কিত মন্তব্য নিয়ে রিপোর্ট চাইল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। তৃণমূল কর্মীদের উদ্দেশে তিনি বলেছিলেন, ‘উত্তরপ্রদেশ থেকে এক হাজার ছেলে নিয়ে আসব। কুকুরের মতো বাড়ি থেকে টেনে নিয়ে এসে মারব’। তাঁর এই মন্তব্য নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করে তৃণমূল। সেই অভিযোগের পর জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়।

a3625516421bc06613f4fe038d439d9f

‘কুকুরের মতো মারব’, ভারতীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ কমিশনের

কলকাতা: ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের বিতর্কিত মন্তব্য নিয়ে রিপোর্ট চাইল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। তৃণমূল কর্মীদের উদ্দেশে তিনি বলেছিলেন, ‘উত্তরপ্রদেশ থেকে এক হাজার ছেলে নিয়ে আসব। কুকুরের মতো বাড়ি থেকে টেনে নিয়ে এসে মারব’। তাঁর এই মন্তব্য নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করে তৃণমূল।

সেই অভিযোগের পর জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়। এদিন দিল্লি থেকে রিপোর্ট চাওয়ার পর মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে ভিডিও ক্লিপিংস সহ রিপোর্ট দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয় বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।

গত ৪ মে শনিবার বিকালে নিজের দলবল নিয়ে কেশপুরের আনন্দপুরে যান ভারতী৷ সেখানে বসেছিলেন তৃণমূল কর্মীসমর্থকরা৷ রাস্তায় বসে থাকা তৃণমূল-কর্মীদের সরাসরি হুমকি দেন ভরতী৷ অনুগামীদের নিয়ে দুই তৃণমূল কর্মীর উপর কার্যত চড়াও হন ভারতী৷ আঙুল উঁচিয়ে গালাগালি দিয়ে বলতে থাকনে, ‘‘ভয় দেখাবেন না, টেনে বের করে কুকুরের মতো মারব৷ করে খাচ্ছে, আর ভয় দেখাচ্ছে, ভোট করতে দেবে না? ভয় দেখাবেন না, উত্তরপ্রদেশ থেকে হাজার ছেলে ঢোকাব৷ উত্তরপ্রদেশ থেকে ছেলে ঢোকাব, খুঁজে পাওয়া যাবে না৷’’ পরে, ওই দুই তৃণমূল কর্মীকে এলাকা থেকে তাড়িয়ে দেন৷ বলেন, ‘‘ওঠ ওঠ ওঠ৷ যা যা৷ দূর হয়ে যা৷ বাড়ি ঢিকে যা৷ বাড়ি ঢুকে যা৷ তালা মেরে রাখ৷’’

এদিন ঘাটালে চন্দ্রকোণা এলাকায় পদযাত্রা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীর বিরুদ্ধে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন৷ বলেন, ‘‘আমার মুখ খোলাবেন না৷ এখানে ভারতী ঘোষ ভয় দেখাচ্ছে৷ ওর বিরুদ্ধে বহু মামলা আছে৷ আমরা চাইলে ওকে গ্রেপ্তার করতে পারতাম৷ কিন্তু, করিনি৷ সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে৷ ভারতী ঘোষ যখন পুলিশ সুপার ছিল, তখন আমাকে পাঠানো এসএমএসগুলি মিডিয়ার কাছে দিয়ে দেব, তখন বুঝবেন কী হয়৷’’ ভারতীকে গ্রামসভার নির্বাচন জিতে দেখানোর চ্যালজ্ঞ জানান মুখ্যমন্ত্রী৷

এর আগেও ‘ঘরে ছোলে ঢোকানো’র মন্তব্য করে বাংলায় নিন্দার ঝড় তুলেছিলেন তৃণমূল সাংসদ তাপস পাল৷ নদীয়ার নাকাশিপাড়ার জনসভায় দাঁড়িয়ে তাপস বলেছিলেন, ‘ঘরে ছেলে ঢুকিয়ে দেব, রেপ করে চলে যাবে৷ আমি চন্দননগরের মাল!’ এবার সেই ছোলে ঢোকানের তত্ত্বকেই ফের চাঙ্গা করে তুললেন মমতাকে ‘মা’ বলা বিজেপির ভারতী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *