ভোটের বাজারে মদ বিক্রির হিসাব নেবে কমিশন

কলকাতা: ভোটের মুখে পানশালা বা দোকান থেকে মদের বিক্রি অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে কি? এবার সেদিকেও কড়া নজর নির্বাচন কমিশনের। সূত্রের খবর, গত কয়েক বছরে এই সময় কোনও পানশালা বা দোকানে মদের বিক্রি কত ছিল, তার খতিয়ান ইতিমধ্যে আবগারি দপ্তরে জমা পড়েছে। সেই সঙ্গে এখন প্রত্যেকদিন কত পরিমাণ মদ বিক্রি হচ্ছে, তার বিস্তারিত তথ্যও আবগারি দপ্তরকে

ভোটের বাজারে মদ বিক্রির হিসাব নেবে কমিশন

কলকাতা: ভোটের মুখে পানশালা বা দোকান থেকে মদের বিক্রি অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে কি? এবার সেদিকেও কড়া নজর নির্বাচন কমিশনের। সূত্রের খবর, গত কয়েক বছরে এই সময় কোনও পানশালা বা দোকানে মদের বিক্রি কত ছিল, তার খতিয়ান ইতিমধ্যে আবগারি দপ্তরে জমা পড়েছে। সেই সঙ্গে এখন প্রত্যেকদিন কত পরিমাণ মদ বিক্রি হচ্ছে, তার বিস্তারিত তথ্যও আবগারি দপ্তরকে জানাতে হচ্ছে।

কোথাও আচমকা মদ বিক্রি বৃদ্ধি পাচ্ছে বলে নজরে এলেই কমিশন কড়া পদক্ষেপ করবে। এমনকী কোথাও গোপনে মদ বিক্রি হচ্ছে, অথচ পানশালা বা দোকান তার তথ্য লুকিয়ে রাখছে— এরকম পরিস্থিতির দিকেও নজরদারি চালানো হচ্ছে আবগারি দপ্তরের পক্ষে।

বিধাননগর আবগারি দপ্তর সূত্রের খবর, এই এলাকায় পানশালায় মাসে গড়ে ১২০০¬-১৫০০ লিটার মদ বিক্রি হয়ে থাকে। আর সেখানে মদের দোকানে গড়ে পাঁচ হাজার লিটার মদ প্রতিমাসে বিক্রি হয়ে থাকে। কিন্তু, কোথাও মদের বিক্রি বেশি হলে তৎক্ষনাৎ সেই পানশালা বা দোকানের বিক্রির হিসেব আলাদা করে চেয়ে পাঠানো হচ্ছে। তবে গড়ের বাইরে গিয়ে কোথাও মদের বিক্রি হঠাৎ বৃদ্ধি পেলেও, সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার কিছু নিয়ম-কানুন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − 6 =