এই প্রথম ভোটকর্মীদের জন্য বিশেষ ‘উপহার’ পাঠাবে কমিশন

রায়গঞ্জ: ভোটকর্মীদের বেডরোলে থাকবে হাইজিন কিট ও টাওয়েল। সঙ্গে থাকবে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসার বিভিন্ন ওষুধ। হয়রানি এড়াতে ভোটসামগ্রী গ্রহণ ও বিতরণ কেন্দ্রে বিধানসভা ভিত্তিক বিভিন্ন শিবিরের রং আলাদা করা হবে। লোকসভা নির্বাচনের দিন উত্তর দিনাজপুরের নয়টি ব্লকের ভোট কর্মীদের সুবিধার জন্য এবছর এই ‘বেডরোল’ চালু করলো জেলা নির্বাচনী দফতর। জেলা নির্বাচন দফতর সূত্রে জানা গিয়েছে,

এই প্রথম ভোটকর্মীদের জন্য বিশেষ ‘উপহার’ পাঠাবে কমিশন

রায়গঞ্জ: ভোটকর্মীদের বেডরোলে থাকবে হাইজিন কিট ও টাওয়েল। সঙ্গে থাকবে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসার বিভিন্ন ওষুধ। হয়রানি এড়াতে ভোটসামগ্রী গ্রহণ ও বিতরণ কেন্দ্রে বিধানসভা ভিত্তিক বিভিন্ন শিবিরের রং আলাদা করা হবে। লোকসভা নির্বাচনের দিন উত্তর দিনাজপুরের নয়টি ব্লকের ভোট কর্মীদের সুবিধার জন্য এবছর এই ‘বেডরোল’ চালু করলো জেলা নির্বাচনী দফতর।

জেলা নির্বাচন দফতর সূত্রে জানা গিয়েছে, ভোট কর্মীদের সুবিধার জন্য ২০১৪ সালে লোকসভা নির্বাচনে দেশের মধ্যে প্রথম ভোটকর্মীদের বেডরোল দেওয়া হয়েছিল। বিতরণ কেন্দ্র থেকে বিধানসভা ভিত্তিক বিভিন্ন ব্লকের জন্য তাঁদের রং আলাদা করা হয়েছিল। সেকারণে, পরর্বতীকালে কেন্দ্রীয় নির্বাচন দফতরের পক্ষ থেকে জেলা প্রশাসন পুরস্কার পেয়েছিল। এবছরও দেশে প্রথমর বেডরোলের সঙ্গে হাইজিন কিট দেওয়া হচ্ছে বলে প্রশাসনের দাবি।

প্রশাসনের এক পদস্থ আধিকারিক জানান, টকর্মীদের সুবিধার জন্য এবছর এই ব্যবস্থা চালু করা হচ্ছে। রায়গঞ্জ ও ইসলামপুরের ভোট সামগ্রী বিতরণ কেন্দ্র থেকে বিধানসভা ভিত্তিক আলাদা রঙের বেডরোল দেওয়া হবে। এতে ভোটকর্মীদের হয়রানি কমবে বলে জেলা প্রশাসনের দাবি। উত্তর দিনাজপুর জেলা তিনটি লোকসভা এলাকায় পড়ে। চোপড়া ব্লক দার্জিলিং লোকসভা ও ইটাহার ব্লক বালুরঘাট লোকসভা এলাকার মধ্যে পড়ে। জেলার নয়টি ব্লকে মোট ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা ২০৭৬ টি। সমস্ত ভোট গ্রহণ কেন্দ্রে ভোট পরিচালনা করার জন্য চারজন করে মোট ৮ হাজার ৩০৪ জন কর্মী প্রয়োজন। পাশাপাশি, কয়েকশো কর্মীকে রিজার্ভেও রাখা হয়। জেলা নির্বাচন দফতরের দাবি, নির্বাচনের কাজে যুক্ত ভোটকর্মীদের যাতে বুথে গিয়ে কোন অসুবিধার মধ্যে পড়তে না হয়, সেজন্য এবার বেডরোলের সঙ্গে হাইজিন কিট দেওয়া হচ্ছে। এই কিটে থাকবে মাথায় দেওয়ার তেল, শ্যাম্পু, সাবান ও হ্যান্ডওয়াশ। প্রতিটি বেডরোলে থাকবে জ্বর, সর্দি-কাশি, ব্যাথা ও পেটের রোগের ওষুধ। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত
জানিয়েছেন সরকারি কর্মীরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *