রায়গঞ্জ: রায়গঞ্জ মহকুমার তিনটি ও ইসলামপুর মহকুমার দুটি কেন্দ্রে নির্বাচনে নিযুক্ত কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হল। এদিন মূলত প্রথম ও দ্বিতীয় পোলিং অফিসারদের ট্রেনিং ছিল। রবিবার একই ভেন্যুতে হবে প্রিসাইডিং অফিসার ও অন্যান্য পোলিং অফিসারদের ট্রেনিং। দু’দিনে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ৯,৯৫৪ জনকে। শনিবার ৫,৭০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়৷
এনআইসির সহযোগিতায় তৈরি হওয়া এবারের ভোটের কাজে নিয়োগপত্রগুলিতে প্রশিক্ষণ কেন্দ্রের ঘরের নম্বর ও অন্যান্য তথ্য দেওয়া থাকায় ভোটকর্মীদের ট্রেনিং খুব সুশৃঙ্খল হয়েছে। রেজিস্টেশন সহ অন্যান্য কাজ নিজ নিজ ঘরেই হয়েছে। এদিন প্রত্যেক ভোটক কর্মীকে দেওয়া হয় প্যাড ও পেন। এবারই প্রথম এই ব্যবস্থা ছিল। রবিবার প্রিসাইডিং অফিসারের দেওয়া হয় সুদৃশ্য ফোল্ডার। শনিবার প্রতিটি ঘরে দুজন করে ট্রেনার ছিলেন৷ ট্রেনিং হয়েছে অডিও ভিস্যুয়াল মাধ্যমে। আজও তাই হয়েছে। শনিবার যারা ট্রেনিং এ অনুপস্থিত ছিলেন সোমবারের মধ্যে তাদের কাছে শোকজ এর চিঠি পৌছে যাবে বলে জানা গিয়েছে। আনুমানিক দশ শতাংশ অনুপস্থিত ছিলেন। রায়গঞ্জে ট্রেনিং হচ্ছে সারদা বিদ্যামন্দির, সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ বিদ্যাপীঠে ও সুরেন্দ্রনাথ কলেজে এবং ইসলামপুরে ট্রেনিং হচ্ছে ইসলামপুর বয়েজ হাই স্কুলে ও ইসলামপুর গার্লস হাই স্কুলে। এদিন ট্রেনিং নিয়ে বেশ খুশি নির্বাচনে কাজে নিযুক্ত কর্মীরা।