আজ বিকেল: দীর্ঘ আন্দোলনের পর অবশেষে ভোট কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিল নির্বাচন কমিশন৷ বুধবার শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের তরফে মুখ্য নির্বাচন আধিকারিকের কার্যালয়ে অ্যাডিশনাল চিফ ইলেক্টরাল আফিসার সঞ্জয় বসুর সঙ্গে দেখা করে একগুচ্ছ দাবি-দাওয়া পেশ করা হয়৷
শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের রাজ্য কমিটির যুগ্ম সম্পাদক কিংকর অধিকারী বলেন, সারা রাজ্যজুড়ে আসন্ন লোকসভা নির্বাচনে ভোট কর্মীদের নিরাপত্তার জন্য তিনি কি ব্যবস্থা সুনিশ্চিত করবেন তা জানবার জন্যই আমরা নির্বাচন কমিশনের দপ্তরে এসেছিলাম। আমরা আজ অ্যাডিশনাল চিফ এলেক্টরাল অফিসার সঞ্জয় বসু সঙ্গে সাক্ষাৎ করে আগামী লোকসভা নির্বাচনে ভোট কর্মী হিসেবে শিক্ষক শিক্ষাকর্মী এবং অন্যান্যদের নিরাপত্তার বিষয়ে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা জানতে চাইলে তিনি আশ্বস্ত করেন যে নিরাপত্তার জন্য ১০০% নিশ্চিত ব্যবস্থা রাখা হবে। তিনি বলেন ভোট কর্মীরা ভোট গ্রহণ করার সময় কোন ভাবেই অবাঞ্ছিত পরিস্থিতির শিকার হলে যাতে নির্বাচন কমিশনের নিজস্ব একটি অ্যাপের মাধ্যমে তার অভিযোগ জানতে পারেন তার জন্য একটি অ্যাপ তৈরি করা হচ্ছে। এই অ্যাপ ভোট কর্মীদের নিরাপত্তা সহ অন্যান্য বিষয়ে যথাযথ দায়িত্ব পালন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কোন সিভিক ভলেন্টিয়ার দিয়ে বুথে নিরাপত্তা ব্যবস্থা করা হবে না বলেও তিনি জানিয়েছেন। আমাদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন প্রতিবন্ধীদের যাতে কোন ভাবেই ভোট কর্মী হিসাবে দায়িত্ব না দেয়া হয় তার জন্য বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। ভোটগ্রহণ কেন্দ্রের ভোট কর্মীদের জন্য থাকা, খাওয়া এবং শৌচালয়ের সুব্যবস্থা রাখার বিষয়টিকেও গুরুত্ব সহকারে দেখা হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।
ঐক্যমঞ্চের সভাপতি শ্রী বিশ্বজিৎ মিত্র বলেন, “আমরা পরিষ্কারভাবে নির্বাচন কমিশনের দপ্তরে জানিয়ে এসেছি যে, ভোট কর্মী হিসেবে শিক্ষক শিক্ষাকর্মীদের মান মর্যাদা, নিরাপত্তা এবং গণতান্ত্রিক ব্যবস্থা অক্ষুণ্ণ রেখে ভোট পরিচালনা করার ক্ষেত্রে কোন ভাবে যেন প্রতিবন্ধকতার সৃষ্টি না হয় সে ব্যাপারে নিশ্চিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা চেষ্টা করছি আগামী কাল ভারতবর্ষের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার কলকাতায় এলে তার হাতেও এই দাবি পত্র টি যাতে তুলে দিতে পারি।
আজকে উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের রাজ্য কমিটির সভাপতি বিশ্বজিৎ মিত্র, যুগ্ম সম্পাদক কিংকর অধিকারী, সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য প্রবাল চক্রবর্তী, অনিমেষ হালদার, অনামিকা চক্রবর্তী,অয়ন পাল, সুলগ্না পাল, তমাল মন্ডল প্রমুখ।