ভোটকর্মীদের নামের তালিকা পাঠানোর নির্দেশ কমিশনের

কলকাতা: আগামী ২৮ জানুয়ারির মধ্যে ৫ লক্ষ ভোটকর্মীর নামের তালিকা তৈরির নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন৷ ইতিমধ্যেই রাজ্যের প্রতিটি জেলাশাসককের দপ্তরে সেই নির্দেশের পাঠিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব৷ এবারই প্রথম অনলাইনে ভোটকর্মীদের নাম নথিভুক্ত করা হচ্ছে৷ এর জন্য একটি পোর্টাল তৈরি করা হয়েছে৷ সেখানেই চলছে সরকারি কর্মী ও অফিসারদের নাম নথিভুক্ত করার

ভোটকর্মীদের নামের তালিকা পাঠানোর নির্দেশ কমিশনের

কলকাতা: আগামী ২৮ জানুয়ারির মধ্যে ৫ লক্ষ ভোটকর্মীর নামের তালিকা তৈরির নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন৷ ইতিমধ্যেই রাজ্যের প্রতিটি জেলাশাসককের দপ্তরে সেই নির্দেশের পাঠিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব৷ এবারই প্রথম অনলাইনে ভোটকর্মীদের নাম নথিভুক্ত করা হচ্ছে৷ এর জন্য একটি পোর্টাল তৈরি করা হয়েছে৷ সেখানেই চলছে সরকারি কর্মী ও অফিসারদের নাম নথিভুক্ত করার কাজ৷ গোটা রাজ্যে কমপক্ষে পাঁচ লক্ষ ভোটকর্মীর নাম নথিভুক্ত করা হবে৷ শুধু ভোটকর্মী নয়, মাইক্রো অবজারভারদের নামের তালিকাও তৈরির কাজ চলছে৷

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, লোকসভা ভোটে রাজ্যে বুথের সংখ্যা প্রায় ৭৯ হাজার৷ প্রতিটি বুথে পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার মিলিয়ে পাঁচজন করে ভোট কর্মী দরকার৷ অর্থাৎ ন্যূনতম চার লক্ষ ভোটকর্মী দরকার৷ এছাড়াও তালিকায় অতিরিক্ত ১০ শতাংশের নাম রাখা হয়৷ কেউ অসুস্থ হলে বা যেতে না পারলে, পরিবর্ত হিসেবে তাঁরা ডিউটি করবেন৷ এই ভোটকর্মীদের নাম, ঠিকানা, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, কোন দপ্তরে কর্মরত, মোবাইল নম্বর ইত্যাদি ওই পোর্টালে উল্লেখ করতে হবে৷ এই ভোটকর্মীরা সকলেই রাজ্য সরকারি কর্মচারী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − five =