ভোটার তালিকা নাম সংশোধনের সুযোগ বাড়াল কমিশন

কলকাতা: নতুন ভোটার তালিকা প্রকাশের দিন পিছিয়ে দিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে তালিকা প্রকাশের দিন পিছনোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামী ৪ জানুয়ারি যে নতুন ভোটার তালিকা প্রকাশ করার কথা ছিল, তা পিছিয়ে করা হল ১৪ জানুয়ারি। দিন পিছিয়ে দেওয়ার জন্য গত সপ্তাহে নির্বাচন কমিশনের যুগ্ম কমিশনার সন্দীপ

ভোটার তালিকা নাম সংশোধনের সুযোগ বাড়াল কমিশন

কলকাতা: নতুন ভোটার তালিকা প্রকাশের দিন পিছিয়ে দিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে তালিকা প্রকাশের দিন পিছনোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামী ৪ জানুয়ারি যে নতুন ভোটার তালিকা প্রকাশ করার কথা ছিল, তা পিছিয়ে করা হল ১৪ জানুয়ারি। দিন পিছিয়ে দেওয়ার জন্য গত সপ্তাহে নির্বাচন কমিশনের যুগ্ম কমিশনার সন্দীপ সাক্সেনাকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব অনুরোধ করেন। সেই অনুরোধ মেনেই ১০ দিন পিছিয়ে দেওয়া হল। উল্লেখ্য, এবার নাম তোলার জন্য আড়াই মাস সময় দেওয়া হয়েছিল। তাতে প্রায় ৪০ লক্ষ আবেদন জমা পড়ে। যা অন্য বছরগুলির তুলনায় অনেক বেশি। সেই সব আবেদনের শুনানির সময় বাড়িয়ে ১৫ ডিসেম্বর করা হয়। ৪ জানুয়ারি ভোটার তালিকা প্রকাশ করার কথা ছিল। কিন্তু সময় কম হয়ে যায়। সেই সঙ্গে এবারই প্রথম নাম তোলা ও সংশোধনের জন্য ‘ইআরওনেট’ নামে সিস্টেম চালু হয়। সেই সিস্টেমে সমস্যা দেখা দেয়। তার জন্য কিছুদিন দরকার বলে কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের অনুরোধ মেনেই ভোটার তালিকা প্রকাশের দিন বাড়িয়ে ১৪ জানুয়ারি করা হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =