বাল্যবিবাহ রুখতে সাগরমেলায় প্রচারে নামছে কমিশন

কলকাতা: বাল্যবিবাহ কিংবা শিশু পাচারের মতো সামাজিক ব্যাধি রোধ করতে নিয়মিত প্রচার করা দরকার। রাজ্য শিশু কমিশনের তরফে তা বিভিন্ন সময় করা হয়। জেলাস্তরের পাশাপাশি রাজ্যস্তরেও তা তারা করেছে। এবার সেরকমই প্রচারের মঞ্চ হিসেবে গঙ্গাসাগর মেলাকে বেছে নিয়েছে কমিশন। আসন্ন মেলায় দু’টি স্টল দিচ্ছে শিশু কমিশন। যার নাম দেওয়া হয়েছে ‘চাইল্ড ফ্রেন্ডলি কর্নার’। এর আগে

বাল্যবিবাহ রুখতে সাগরমেলায় প্রচারে নামছে কমিশন

কলকাতা: বাল্যবিবাহ কিংবা শিশু পাচারের মতো সামাজিক ব্যাধি রোধ করতে নিয়মিত প্রচার করা দরকার। রাজ্য শিশু কমিশনের তরফে তা বিভিন্ন সময় করা হয়। জেলাস্তরের পাশাপাশি রাজ্যস্তরেও তা তারা করেছে। এবার সেরকমই প্রচারের মঞ্চ হিসেবে গঙ্গাসাগর মেলাকে বেছে নিয়েছে কমিশন। আসন্ন মেলায় দু’টি স্টল দিচ্ছে শিশু কমিশন। যার নাম দেওয়া হয়েছে ‘চাইল্ড ফ্রেন্ডলি কর্নার’। এর আগে পৌষমেলা এবং বইমেলায় এমন উদ্যোগ নিয়েছিল শিশু কমিশন। তাতে সাড়া মিলেছে ভালো। আর তাতে উৎসাহিত হয়েই গঙ্গাসাগর মেলায় এমন স্টল খোলার পরিকল্পনা নিয়েছেন কমিশনের কর্তারা। চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী বলেন, গঙ্গাসাগর মেলায় প্রচুর মানুষের সমাগম হয়। শিশুদের প্রতি অপরাধ নিয়ে এই সব জায়গায় সচেতনতামূলক প্রচার করা হলে, কাজের কাজ হবে। তাই এবারই প্রথম এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশন সূত্রে খবর, এমন মেলায় শিশুদের হারিয়ে যাওয়ার প্রবণতা থাকে। অনেক অসাধু লোকজন সেই সুযোগকে কাজে লাগিয়ে বাচ্চাদের পাচার করে দেয় বলেও অভিযোগ ওঠে। তাই মেলা চলাকালীন লাগাতার এমন প্রচার চালানো হলে, এই ধরনের অপরাধ ঠেকানো যাবে। প্রচারের মাধ্যম হিসেবে নানা ধরনের সামাজিক বার্তামূলক গানও বাজানো হবে। থাকবে লিফলেটও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 15 =