পুরভোটের আগে সর্বদল বৈঠক ডাকল কমিশন, নজর রাখছেন রাজ্যপাল

পুরভোটের আগে সর্বদল বৈঠক ডাকল কমিশন, নজর রাখছেন রাজ্যপাল

কলকাতা: পুরভোটের দিনক্ষণ স্থির করার আগে প্রথা মেনে সর্বদলীয় বৈঠকের  ডাক দিল রাজ্য নির্বাচন কমিশন। আগামী সোমবার বেলা ৩ টেয় সব স্বীকৃত রাজনৈতিক দলকে রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে  বৈঠকে ডাকা হয়েছে । রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস বৈঠকে পৌরহিত্য করবেন।

কমিশন সূত্রে খবর, ১০ টি জাতীয় এবং আঞ্চলিক স্তরের দলকে ডাকা হয়েছে। তৃণমূল কংগ্রেস, বিজেপি ছাড়াও জাতীয় কংগ্রেস, সমাজবাদী পার্টি, আর.এস.পি, সিপিআই, সিপিআইএম সহ দলগুলিকে বৈঠকের জন্য ডাকা হয়েছে। সেই সঙ্গে ১০ টি দলের পদাধিকারীকে চিঠি পাঠানো হচ্ছে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে।প্রতি দলের দু’জনকরে প্রতিনিধি ওই বৈঠকে উপস্থিত থাকতে পারবেন। এদিকে পুরভোটের নির্ঘণ্ট স্থির করতে আজই নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকে বসে।মুখ্য সচিব রাজিব সিনহার পৌরহিত্যে রাজ্য প্রশাসন এবং পুর ও নগরোন্নয়ন দপ্তরের  শীর্ষ কর্তাদের  ওই বৈঠকে আসন্ন ভোটের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। আগামী মাসেই কলকাতা হাওড়া সহ রাজ্যের শতাধিক পুরসভায় ভোটগ্রহণের প্রস্তুতি শুরু হয়েছে। ভোটের দিনক্ষণ চূড়ান্ত করতে রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্য সরকারকে একাধিক চিঠিও দেয়া হয়েছে। সেই পরিপ্রেক্ষিতেই এই বৈঠক।বিধি মোতাবেক রাজ্য সরকার পুরভোটের দিনক্ষণ স্থির করে তা কমিশনকে জানিয়ে দেবে। তারপর আনুষ্ঠানিক ভাবে তা ঘোষণা করবে কমিশন। সোমবার সব দলের সঙ্গে কথা বলার পর আগামী সপ্তাহেই পুরভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে কমিশন সূত্রে জানা গেছে।

এদিকে পুরভোটে নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্যপাল জগদীপ ধনকর রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে চিঠি দিয়েছেন। অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে রাজ্য পুলিশের পাশাপাশি বাড়তি কোন বাহিনী ব্যবহার করতেও তিনি কমিশনকে পরামর্শ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =