এবার জনতার দুয়ারে কমিশনে! প্রথম দফার ভোটে বাংলায় বিপুল বাহিনী!

এবার জনতার দুয়ারে কমিশনে! প্রথম দফার ভোটে বাংলায় বিপুল বাহিনী!

195f9601c27f457bee23fb04904de92b

কলকাতা:  আগামী ২৭ মার্চ রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচনে পাঁচ জেলার ৩০টি আসনে মোট ৪৯৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে৷ রাজ্যে বর্তমানে ২৯৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকায় আগামী কয়েকদিনের মধ্যে ধাপে ধাপে আরও ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছাবে বলে মুখ্য নির্বাচনি আধিকারিকের দফতর সূত্রে জানা গিয়েছে৷

প্রথম দফার নির্বাচনে জেলাগুলিতে মোট দশ হাজার ২৮৮টি বুথের সবকটিতেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হবে৷ এরমধ্যে বাঁকুড়ায় এক হাজার ৩২৮, পূর্ব মেদিনীপুরে দুই হাজার ৪৩৭, পশ্চিম মেদিনীপুরে দুই হাজার ৮৯, ঝাড়গ্রাম এক হাজার ৩০৭ এবং পুরুলিয়ায় ৩ হাজার ১২৭টি বুথ রয়েছে৷ এদিকে রাজ্যের বিশেষ ব্যয় পর্যবেক্ষক বি মুরলী কুমার আগামী সোমবার বিকালে রাজ্যে আসছেন৷ ওই দিন তিনি আবগারি, পুলিশ, আয়কর বিভাগের আধিকারিক ছাড়াও অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন৷ গতকাল রাজ্যে আসা বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে এবং সাধারন পর্যবেক্ষক অজয় ভি নায়েক আজ কয়েকটি জেলার নির্বাচনী আধিকারিক সঙ্গে বৈঠক করেন৷ সোমবার থেকে প্রতিদিন তারা সাধারণ মানুষের সঙ্গে দেখা করে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় শুনবেন বলে সূত্রের খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *