বাড়ছে উদ্বেগ! নবান্ন থেকে সরছে মুখ্যমন্ত্রীর দফতর! ছ’বছর পর ঠিকানা বদল

বাড়ছে উদ্বেগ! নবান্ন থেকে সরছে মুখ্যমন্ত্রীর দফতর! ছ’বছর পর ঠিকানা বদল

8f36d627aafb61122479e8b8018d8380

 

কলকাতা: করোনা থাবা বসিয়েছে নবান্নে৷ দফায় দফায় চলছে জীবাণুমুক্ত করার কাজ৷ তবুও, নবান্নের প্রবেশদ্বার থেকে ১৪তলা পর্যন্ত বাড়ছে করোনা আগ্রাসন৷ একাধিক আধিকারিক থেকে পুলিশ আধিকারিক, এমনকি হাউসকিপিং স্টাফ ও গাড়ির চালক ঘায়েল হয়েছেন ভাইরাসের৷ পরিস্থিতি গুরুত্ব বুঝে ইতিমধ্যেই নবান্নের একতলার সংবাদিকদের জন্য বরাদ্দ অংশে গিয়ে স্বরাষ্ট্র সচিব সাংবাদিকদের গতিবিধি সীমাবদ্ধ রাখার জন্য  অনুরোধ করে যান৷ দিনে দিনে পরিস্থিতি প্রশাসনের অন্দরে উদ্বেগ বাড়াচ্ছে, তা কার্যত পরিষ্কার হচ্ছে, নবান্নের নয়া ভাবনা৷

পরিস্থিতি যে চিন্তা বাড়াচ্ছে, একপ্রকার বাধ্য হয়ে নবান্নের স্বাভাবিক কাজকর্ম বন্ধ রেখে করতে হচ্ছে জীবাণুমুক্ত করার কাজ৷ কখনও একদিন, কখনও আবার টানা দু’দিন৷ দফায় দফায় চলছে স্যানিটাইজেশন৷ অন্তত ৭-৮বার সেই কাজ হয়ে গিয়েছে৷ করোনা যুদ্ধের রণকৌশল নির্ধারণ প্রশাসনিক কাজ যাতে ব্যাহত না হয়, তার নিশ্চিত করতে ব্যবস্থা নিচ্ছে নবান্ন৷ নবান্ন থেকে ঢিল ছোঁড়া দূরত্বের অ্যানেক্স ভবন বা ‘উপান্ন’ কিছুদিনের জন্য সরতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতর৷

জানা গিয়েছে, করোনা আবহের মধ্যে গত ২২ জুলাই তিনতলার এই নতুন ভবনটির উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যসচিব ছাড়াও মুখ্যমন্ত্রীর দফতরের কয়েকজন আধিকারিকের দফতর থাকবে পারে বলে খবর৷ সূত্রের খবর, বর্তমান করোনা পরিস্থিতিতে উপান্ন ভবন থেকে দৈনন্দিনের কাজকর্ম আপাতত সারতে পারেন মুখ্যমন্ত্রী৷ আর সেই কারণেই মুখ্যমন্ত্রী ও তাঁর আধিকারিক টিমের উপযোগী করে দফতর বানানোর কাজ চলছে উপান্নের ভবনে৷ সবকিছু ঠিক থাকলে চলতি মাসের বা সেপ্টেম্বরের উপান্ন থেকে দফতরের কাজ শুরু করতে পারেন বাংলার প্রশাসনিক প্রধান৷

রাজ্যের প্রধান সচিবালয় নবান্নের পথ চলা শুরু হয়েছিল ২০১৩ সালের ৫ অক্টোবরে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই ভবন থেকে বাংলার প্রশাসনের নেতৃত্ব দিচ্ছেন৷ ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে জিতে ফের ওই ভবন থেকে কাজ চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী৷ এরপর অপরিসর নবান্ন ভবন সংলগ্ন অংশে একটি অ্যানেক্স বিল্ডিংয়ের প্রয়োজন হয়ে পড়ে৷ অ্যানেক্স বিল্ডিং উপান্ন আগামী কয়েক দিনের জন্য মুখ্যমন্ত্রীর দফতর হতে চলেছে বলে নবান্ন সূত্রের খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *