নজরে ৯ জেলা, আজ-কাল ‘ভার্চুয়াল’ বৈঠকে ‘খাতা খুলবেন’ মুখ্যমন্ত্রী?

লকডাউনের আগে ৪ মার্চ মালদহে শেষ প্রশাসনিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর করোনা পরিস্থিতির কারণে আর বৈঠকে বসা হয়নি। কিন্তু বর্তমানের অর্থনীতির টালমাটাল অবস্থা সামাল দিতে এবং উন্নয়নমূলক প্রকল্পের কাজে গতি আনতে, সোম ও মঙ্গলবার মমতা প্রশাসনিক বৈঠকের আয়োজন করেছেন। এই বৈঠক সম্পূর্ণ অনলাইনে ভিডিও কলের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

 

কলকাতা: লকডাউনের আগে ৪ মার্চ মালদহে শেষ প্রশাসনিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর করোনা পরিস্থিতির কারণে আর বৈঠকে বসা হয়নি। কিন্তু, বর্তমানের অর্থনীতির টালমাটাল অবস্থা সামাল দিতে এবং উন্নয়নমূলক প্রকল্পের কাজে গতি আনতে, সোম ও মঙ্গলবার প্রশাসনিক বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। এই বৈঠক সম্পূর্ণ অনলাইনে ভিডিও কলের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

দু’দিন পর্যায়ক্রমে, দক্ষিণবঙ্গের ৯টি জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে নবান্ন থেকে সরাসরি যোগাযোগ করবেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকে ২০টি প্রধান সরকারি দফতরের সমস্ত কাজকর্ম নিয়ে আলোচনা করা হবে বলে স্থির করা হয়েছে। বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে, ওই ৯ টি জেলার জেলা সভাধিপতি, জেলাশাসক, অতিরিক্ত জেলাশসক, মহকুমা শাসক, বিডিও, পুলিশ সুপার, পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও, আইসি এবং ওসিদের। পাশাপাশি বৈঠকে পুলিশ সুপার সহ জেলার সমস্ত প্রশাসনিক আধিকারিকরাও উপস্থিত থাকবেন বলে খবর।

আজ, সোমবার ও আগামীকাল মঙ্গলবারকে পর্যায়ক্রমিক ভাগ করে বৈঠক আয়োজন করা হয়েছে। স্থির হয়েছে সোমবার, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলি জেলার প্রশাসনিক কর্তা ও আধিকারিকদের সঙ্গে বৈঠকে আলোচনা করা। অন্যদিকে মঙ্গলবার বাকি পাঁচটি জেলা অর্থাৎ পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার কর্মসূচী নিয়ে আলোচনা করা হবে। বৈঠকে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, কৃষি, কৃষি বিপনন, স্বাস্থ্য, পুর্ত, প্রাণীসম্পদ, আদিবাসী উন্নয়ন, ভুমি ও ভুমি সংস্কার, সেচ বিদ্যুৎ, পুর ও নগরোন্নয়ন ইত্যাদি সহ মোট ২০ টি প্রধান সরকারি দফতরের উন্নয়ন মূলক কাজকর্ম নিয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =