করোনা আবহে ফের সর্বদল বৈঠকে মুখ্যমন্ত্রী, বাড়বে বেনিয়ম অস্বস্তি?

করোনা আবহে ফের সর্বদল বৈঠকে মুখ্যমন্ত্রী, বাড়বে বেনিয়ম অস্বস্তি?

কলকাতা: করোনা আবহে দ্বিতীয়বারের জন্য সর্বদল বৈঠক ডাক দিল রাজ্য সরকার৷ প্রথম বৈঠকে বিরোধীদের তরফ এক বাক্যে রাজ্য সরকারকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছিলেন বিরোধীরা৷ এবার দ্বিতীয় পর্যায়ে করোনা পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠক তপ্ত হওয়ার আশঙ্কা পর্যবেক্ষক মহলে৷

করোনা অবহে ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে রাজ্য বিধানসভা অধিবেশন৷ নতুন করে কবে অধিবেশন শুরু হবে তার স্পষ্ট কোনও ধারণা পাওয়া না গেলেও করোনা অবহেলা দ্বিতীয় দফায় সর্বদল বৈঠক ডেকেছে পশ্চিমবঙ্গ সরকার৷ আগামী বুধবার করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে সর্বদল বৈঠকে ডাক দেওয়া হয়েছে৷ সর্বদল বৈঠকে ডাক দিয়েছে রাজ্য সরকার৷ বৈঠক ডাকা হয়েছে বিধানসভার সমস্ত নেতাদের৷ এছাড়াও সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সর্বদল বৈঠকে ডাকা হয়েছে বলে খবর৷ বৈঠকে উপস্থিত থাকবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সঙ্গে থাকবেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ বুধবার বিকালে নবান্ন সভাঘরে এই বৈঠক হওয়ার কথা৷

সূত্রের খবর, লকডাউন পরবর্তী পরিস্থিতি ও করনা সংক্রমণ নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে৷ পরবর্তী অধিবেশন কবে হবে তা নিয়েও বিস্তারিত মতামত জানতে চাওয়া হতে পারে দিনের ওই বৈঠকে৷করোনা পরিস্থিতি সামলা দিতে সর্বদল বৈঠকে ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে সমস্ত বিরোধী রাজনৈতিক দল মুখ্যমন্ত্রীকে একযোগে সমর্থনের বার্তা দিয়েছিলেন৷ কিন্তু করোনা পরিস্থিতিতে রাজ্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন বিরোধীরা৷ কখনো তথ্য গোপন থেকে শুরু করে কেন্দ্র-রাজ্যের চরম সংঘাত, মৃতদেহ বিতর্ক পিছু ছাড়েনি৷ এবার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সর্বদল বৈঠকে সেই সমস্ত প্রশ্ন তুলে আনতে পারেন বিরোধীরা৷ কেননা, করোনা ও লকডাউন পর্বে বন্ধ বিধানসভার অধিবেশন৷ হয়নি কোনও আলোচনা৷ তর্ক, বিতর্কের সুযোগও পাননি শাসক-বিরোধী দলের নেতারা৷ এবার দ্বিতীয় পর্যায়ের বৈঠকে সেই সমস্ত বিষয়গুলি আরও একবার তুলে ধরতে পারবেন বিরোধীরা৷ তাতে বৈঠকের ময়াদন উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + ten =