নবান্নে প্রশাসনিক রদবদল, নতুন মুখ্যসচিবের নাম ঘোষণা মুখ্যমন্ত্রীর

নবান্নে প্রশাসনিক রদবদল, নতুন মুখ্যসচিবের নাম ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা: রাজ্যের সচিব পর্যায়ের বড়সড় রদবদল৷ টুইট করে রাজ্যে পরবর্তী নতুন মুখ্যসচিবের নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

জল্পনা আগেই ছিল৷ এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে রাজ্যের পরবর্তী মুখ্যসচিবের নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী৷ আজ ৮ মাস পর উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে টুইটারে নতুন মুখ্যসচিবের নাম ঘোষণা করেন মমতা৷ জানিয়ে দেন, আগামী পয়লা অক্টোবর থেকে রাজ্যের নতুন মুখ্যসচিব পদে দায়িত্ব নেবেন আলাপন বন্দ্যোপাধ্যায়৷ এতদিন তিনি ছিলেন স্বরাষ্ট্রসচিব পদে৷ বর্তমান মুখ্যসচিব রাজীব সিনহার স্থলাভিষিক্ত হবেন আলাপন বন্দ্যোপাধ্যায়৷ নতুন পদে আলাপন বন্দ্যোপাধ্যায়কে তুলে আনার জেরে রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব হচ্ছেন এইচকে দ্বিবেদী৷ তিনি এতদিন ছিলেন অর্থ সচিবের দায়িত্ব৷ নতুন অর্থ সচিব হচ্ছেন মনোজ পন্থ৷ সেপ্টেম্বর মাসের শেষ দিন অবসর নেবেন রাজ্যের বর্তমান মুখ্যসচিব রাজীব সিনহা। একই সঙ্গে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে আরও ৩ বছরের জন্য নতুন পদে দায়িত্ব দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷

 

দ্বিতীয় টুইটে বর্তমান মুখ্যসচিব রাজীব সিনহার দায়িত্ব আরও ৩ বছর বাড়িয়ে মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছেন, আমি আরও ঘোষণা করতে চাই, পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যসচিব রাজীব সিনহা আগামী পয়লা অক্টোবর থেকে আরও ৩ বছরের জন্য পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে৷ প্রশাসনিক কাজে রাজীবের অক্লান্ত পরিশ্রমকে প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী৷

 

আগামী মাস থেকে রাজ্যের নতুন মুখ্যসচিবের পদে দায়িত্ব দেবেন আলাপন বন্দ্যোপাধ্যায়৷ যদিও তাঁর কার্যকাল মেয়াদ অবশ্য ২০২১-এর মে মাস পর্যন্ত৷ ২০২১-এর গুরুত্বপূর্ণ লড়াই তৃণমূল সরকারের কাছে৷ এই সময়ে গুরুত্বপূর্ণ দফতর হল স্বরাষ্ট্র দফতর৷ ফলে সেই দফতরের দায়িত্বে কে থাকছেন, সেটাও গুরুত্বপূর্ণ বর্তমান সরকারের কাছে৷ প্রসঙ্গত, সব কিছু ঠিকঠাক চললে আগামী বছর মে মাসের মধ্যে বিধানসভা ভোটও মিটে যাওয়ার কথা৷ ফলে, সব দিক বিচার বিবেচনা করে নবান্নের প্রশাসনিক রদবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

রাজীব সিনহার অবসরের পর রাজ্যের পরবর্তী মুখ্যসচিব কে হবেন? পরবর্তী মুখ্যসচিব হিসেবে সরকার কাকে নির্বাচন করবেন, এই নিয়ে প্রশাসনিক মহলে জল্পনা শুরু হয়েছিল৷ নানা মহলের জল্পনায় যার নাম প্রথমে উঠে আসছিল, তিনি আলাপন বন্দ্যোপাধ্যায়৷ ১৯৮৭ ব্যাচের আইএএস অফিসার আলাপন বন্দ্যোপাধ্যায় তাঁর চাকরি জীবনে একাধিক জেলাশাসকের দায়িত্ব পালন করেছেন৷ বর্তমান সরকার তাঁকে রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্বেও বসিয়েছিল। এক সময়ে তিনি কলকাতা পুরসভার কমিশনারও ছিলেন। এছাড়া তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব হিসেবেও কাজ করেছেন তিনি৷ রাজ্যে অতিরিক্ত মুখ্যসচিব পদে কর্মরত আমলাদের মধ্যে আলাপন সবচেয়ে সিনিয়র৷ প্রশাসনের অন্দরের ব্যাখ্যা, দীর্ঘ অভিজ্ঞতা এবং সরকারকে বহু বার নানা সমস্যা থেকে বার করে আনার সুবাদে পরবর্তী মুখ্যসচিব পদের অন্যতম দাবিদার ছিলেন তিনিই৷ উল্লেখ্য, ২০১৯-এর লোকসভা ভোট চলাকালীনই স্বরাষ্ট্রসচিব পদ থেকে অত্রি ভট্টাচার্যকে সরিয়ে দেয় কমিশন৷ ফলে অফিসার নির্বাচনের ব্যাপারে এ বার বাড়তি সতর্ক নবান্ন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *