আরও বাড়ল কার্যত লকডাউনের মেয়াদ! বিধিনিষেধ ঘোষণা মুখ্যমন্ত্রীর!

আরও বাড়ল কার্যত লকডাউনের মেয়াদ! বিধিনিষেধ ঘোষণা মুখ্যমন্ত্রীর!

 

কলকাতা: ফের বাড়ল কার্যত লকডাউনের মেয়াদ৷ চলতি বছরের এপ্রিল থেকেই রাজ্যে বেড়েছে করোনার সংক্রমণ। ভোটের আগেই একটু একটু করে বাড়ছিল করোনার প্রকোপ। আর এই পরিস্থিতি সামাল দিতেই মে মাসের শুরুতে করা হয় আংশিক লকডাউন। ধীরে ধীরে ট্রেন, বাস, মেট্রো পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়৷ কিন্তু তাও কমেনি করোনার হার। রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে করোনার রোগীর সংখ্যা৷ এরপর মে মাসের পনেরো তারিখ থেকে শুরু হয় কার্যত লকডাউন৷

আজ ফের বাড়ানো হল কার্যত লকডাউনের মেয়াদ৷ এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘দয়া করে লকডাউন বা কার্ফু বলবেন না। লকডাউন আলাদা আইন। মানুষ সহযোগিতা করছে। এর জন্য ক্ষমা চেয়ে নেব। অতিমারি পরিস্থিতিতে বাধানিষেধ জারি করছি। কোভিড কিছুটা হলেও কমেছে। তাই আমরা আর একটু সময় নিচ্ছি। তবে অর্থনীতি সচল রাখতে নির্দিষ্ট সীমার মধ্যে সব চালু আছে। অনলাইন পরিষেবাও সচল। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত কেউ বাইরে বের হবেন না। বাজার, মিষ্টির দোকান, শাড়ি, গয়নার দোকান নিয়ম মেনেই খুলবে। আগের মতই চলবে৷ আগের বিধিনিষেধই বজায় থাকবে। জুট মিলে কর্মীর সংখ্যা ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করা হয়েছে৷ টিকা নেওয়া থাকলে কাজ করতে পারবেন নির্মাণ শ্রমিকরা।’’ আশা করা হচ্ছে, এর ফলে একটু হলেও করোনার সংক্রমণ কমবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 4 =