রাজ্যের ক্রীড়াবিদদের জন্য তাক লাগানো ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যের ক্রীড়াবিদদের জন্য তাক লাগানো ঘোষণা মুখ্যমন্ত্রীর

419497312659900b9edb2e8327610963

 

কলকাতা: রাজ্যের খেলোয়াড়দের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে খেলাধুলা এবং ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের জন্য আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে একাধিক ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। খেলশ্রী সম্মান প্রদান করা হল রাজ্যের কৃতি ক্রীড়াবিদদের। পরিকাঠামো উন্নয়নের জন্য রাজ্যের ক্লাবগুলিকে আর্থিক অনুদান দেওয়া হয়। উদ্বোধন করলেন রাজ্যের ৫৩টি উন্নয়নমূলক প্রকল্পের।

সোমবার রাজ্যের খেলাধুলা ও ক্রীড়া পরিকাঠামো উন্নয়নমূলক অনুষ্ঠানটি হয় কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেখানে ১৯৮০ সালে অলিম্পিকে সোনাজয়ী ভারতীয় হকি দলের গোলরক্ষক বীর বাহাদুর ছেত্রীকে জীবনকৃতি সম্মান প্রদান করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর হাতে স্মারক, শাল ও ৫ লক্ষ টাকার একটি চেক তুলে দেন। এছাড়াও ১৬জন ক্রীড়াবিদকে খেল সম্মান, ২৬জনকে বাংলার গৌরব সম্মান এবং ৭জনকে ক্রীড়া গুরু সম্মান প্রদান করা হয়।

এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘‘রাজ্যে আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ে তোলার উদ্দেশ্যে সরকারি পৃষ্ঠপোষকতায় বিভিন্ন ক্রীড়ায় নির্বাচিত ১০০ জন প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে একটি প্রশিক্ষণ প্রকল্প গড়ে তোলা হবে৷’’ তিনি আরও জানান, রাজ্যে ষাটোর্ধ্ব প্রায় দু’হাজার জন ক্রীড়াবিদকে মাসিক ১০০০ টাকা করে সাম্মানিক দেওয়া হবে।

এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্যের ৮২৮৯টি ক্লাবকে পরিকাঠামো উন্নয়নের জন্য মোট ৮২ কোটি ৮৯ লক্ষ টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নবরূপে সজ্জিত হাওড়ার ডুমুরজেলা, যাদবপুরের কিশোরভারতী স্টেডিয়াম-সহ ৫৩টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী দিন জানান, “আগামী দিনে বিশ্ব বাংলার কাছে আসবে। বাংলাকে কোথাও যেতে হবে না। সংস্কৃতির গন্তব্য হবে বাংলা, খেলাধুলা গন্তব্য হবে বাংলা। বাংলাকে কেউ কোনোদিন টেনে নিচে নামাতে পারবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *