শহর কলকাতায় দখল নিল কেন্দ্রীয় বাহিনীর

কলকাতা: ভোটের প্রাক্কালে এলাকা নিয়ন্ত্রণে মঙ্গলবার সকাল থেকেই বিধাননগর কমিশনারেট এলাকায় রুট মার্চ শুরু করল কেন্দ্রীয় বাহিনী। আগামী ১৯ মে বারাসত এবং দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধাননগর, রাজারহাট-গোপালপুর এবং রাজারহাট-নিউটাউনে ভোট রয়েছে। তার প্রাক্কালে সোমবার রাতের মধ্যেই বিধাননগর কমিশনারেট এলাকার জন্য ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে। মঙ্গলবার সকাল থেকেই তারা বিভিন্ন এলাকায় রুট মার্চ

শহর কলকাতায় দখল নিল কেন্দ্রীয় বাহিনীর

কলকাতা: ভোটের প্রাক্কালে এলাকা নিয়ন্ত্রণে মঙ্গলবার সকাল থেকেই বিধাননগর কমিশনারেট এলাকায় রুট মার্চ শুরু করল কেন্দ্রীয় বাহিনী। আগামী ১৯ মে বারাসত এবং দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধাননগর, রাজারহাট-গোপালপুর এবং রাজারহাট-নিউটাউনে ভোট রয়েছে।

তার প্রাক্কালে সোমবার রাতের মধ্যেই বিধাননগর কমিশনারেট এলাকার জন্য ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে। মঙ্গলবার সকাল থেকেই তারা বিভিন্ন এলাকায় রুট মার্চ শুরু করে দেয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামী চারদিন কেন্দ্রীয় বাহিনী কমিশনারেটের বিভিন্ন জায়গায় ঘুরে এলাকা নিয়ন্ত্রণের কাজ করবে। ভোটদান প্রক্রিয়ায় কোনও বাধা আসবে না, সেবিষয়ে সাধারণ মানুষকে অভয় দেওয়ার কাজ করবে বাহিনী।

কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, ভোটের আগের দিন রাতে কেন্দ্রীয় বাহিনীকে বুথে পাঠানো হবে। তার আগে পর্যন্ত মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত চারদিন এলাকায় নিয়ন্ত্রণের কাজও করবে কেন্দ্রীয় বাহিনী। প্রত্যেকটি থানা এলাকায় এর জন্য তিন-পাঁচ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ব্যতিক্রম শুধুমাত্র ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা (ইসিপিএস) এলাকাতে। সেখানে আপাতত এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কারণ ওই থানার অন্তর্গত একটি বড় অংশে (সেক্টর ফাইভ) কোনও ভোট নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *