দুর্যোগের আশঙ্কায় পিছিয়ে গেল মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর

দুর্যোগের আশঙ্কায় পিছিয়ে গেল মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর

শিলিগুড়ি: দুর্যোগের আশঙ্কায় পিছিয়ে গেল মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফর৷  ২১ থেকে ২৩ সেপ্টেম্বর উত্তরবঙ্গের ৫ জেলার প্রশাসনিক বৈঠক করার কথা ছিল মুখ্যমন্ত্রীর৷ কিন্তু, দুর্যোগের আশঙ্কায় আপাতত তা কিছুটা পিছিয়ে গিয়েছে৷ খারাপ আবহাওয়া থাকার কারণে আধিকারিকদের জেলায় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে৷

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির প্রভাস থাকায় ৩ দিনের সফর আপাতত পিছিয়ে নতুন দিন ধার্য করা হয়েছে৷ মুখ্যমন্ত্রী ২১ থেকে ২৩ সেপ্টেম্বর উত্তরবঙ্গ সফর থাকার কথা থাকলেও সোমবার পরিবর্তে ২৯ তারিখ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা৷ ২৯-৩০ তারিখ তিনি উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠক করবেন৷ প্রায় ৬ মাস পর উত্তর সফরে যাওয়ার কথা রয়েছে তাঁর৷

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ ঘনীভূত হচ্ছে৷ আর সেই কারণে আজ রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে৷ বজ্রবিদ্যুত্‍-সহ মাঝারি বৃষ্টির আশঙ্কা থাকছে৷ মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা৷ একই সঙ্গে উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ আর সেই কারণে পিছিয়ে গিয়েছে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + one =