ফনির ছোবলে বাতিল মুখ্যমন্ত্রীর কর্মসূচি, সাবধানে থাকুন, বার্তা মমতার

কলকাতা: ফনির তাণ্ডবের আশঙ্কায় শুক্র ও শনিবার বাতিল করা হল মুখ্যমন্ত্রীর সভা। আগেই সতর্কতা জারি করায় আগামী ৪৮ঘণ্টা তাঁর সব রাজনৈতিক কর্মসূচি বাতিল করা হয়েছে৷ শুক্রবার, ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া সভা। শনিবার মেদিনীপুর ও ঝাড়গ্রামের প্রচার সভা। শুক্রবার ঘাটালে সভার কথা ছিল তাঁর। এদিন, খড়্গপুরে থাকবেন তৃণমূল নেত্রী। সেখান থেকেই পরিস্থিতির উপর নজর রাখবেন। বৃহস্পতিবারই

86a2146364fa999cc3c876c3c6958fc8

ফনির ছোবলে বাতিল মুখ্যমন্ত্রীর কর্মসূচি, সাবধানে থাকুন, বার্তা মমতার

কলকাতা: ফনির তাণ্ডবের আশঙ্কায় শুক্র ও শনিবার বাতিল করা হল মুখ্যমন্ত্রীর সভা। আগেই সতর্কতা জারি করায় আগামী ৪৮ঘণ্টা তাঁর সব রাজনৈতিক কর্মসূচি বাতিল করা হয়েছে৷

শুক্রবার, ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া সভা। শনিবার মেদিনীপুর ও ঝাড়গ্রামের প্রচার সভা। শুক্রবার ঘাটালে সভার কথা ছিল তাঁর। এদিন, খড়্গপুরে থাকবেন তৃণমূল নেত্রী। সেখান থেকেই পরিস্থিতির উপর নজর রাখবেন। বৃহস্পতিবারই নবান্নে সমস্ত বিভাগের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। টুইট করে রাজ্যবাসীকে সতর্ক থাকার ও নিজেদের খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

পুরীতে ইতিমধ্যেই আছড়ে পড়েছে ঘূর্ণীঝড় ফণী। এরাজ্যেও তা প্রবেশ করবে। সে বিষয়ে কড়া নজর রাখছে নবান্ন। সজাগ রয়েছেন মুখ্যমন্ত্রীও। আজ সকালেই রাজ্যবাসীর কাছে তিনি আবেদন করেছেন, দয়া করে সকলে বাড়িতেই থাকুন। অবস্থা বুঝে সকলে পাকা বাড়িতে আশ্রয় নিন। কাঁচা বাড়িতে কেউ থাকবেন না। সাবধানে থাকুন।আর কোনওরকম গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। রাজ্য সরকার আপনাদের পাশে রয়েছে এবং প্রশাসন সর্বদা নজর রাখছে পরিস্থিতির উপর৷

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘‘ফনি সাইক্লোনের কারণে আসন্ন দুর্যোগের জন্য আমি আগামী ৪৮ ঘন্টা আমার সমস্ত রাজনৈতিক কর্মসূচি স্থগিত রাখলাম। আমরা ২৪X৭ মনিটরিং চালাচ্ছি। সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। সাধারণ মানুষের কাছে আমরা সহযোগিতা কামনা করি। আগামী ২ দিন সাবধানে থাকুন, নিরাপদে থাকুন।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *